নর্থ ইস্ট এক্সপ্রেসে দুর্ঘটনা কেন হল? নেপথ্যের আসল কারণ জানিয়ে দিল রেল

বাংলাহান্ট ডেস্ক : বুধবার রাতে বিহারে ঘটে যায় ভয়ংকর রেল দুর্ঘটনা। শেষ পাওয়া খবর অনুযায়ী, নর্থ ইস্ট এক্সপ্রেসের ২১টি কামরা লাইনচ্যুত হওয়ার খবর সামনে এসেছে। ভারতীয় রেল ইতিমধ্যেই দুর্ঘটনায় মৃতদের তালিকা প্রকাশ করেছে। রেলের এই তালিকায় চারজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এই দুর্ঘটনায় আহতের সংখ্যা শতাধিক।

পূর্ব মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক বীরেন্দ্র কুমার জানিয়েছেন, “বিহারের বক্সারে রঘুনাথপুর স্টেশনের কাছে বুধবার রাত পৌনে দশটা নাগাদ লাইনচ্যুত হয় দিল্লি-কামাখ্যা নর্থ ইস্ট এক্সপ্রেস। এই দুর্ঘটনায় একাধিক কামরা লাইনচ্যুত হয়েছে। ট্রেন চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে ওই লাইনে।”

আরোও পড়ুন : সহজেই শনাক্ত করা যাবে ধোঁয়া, রোধ হবে ভয়াবহ দুর্ঘটনাও! অত্যাধুনিক পরিষেবার ভাবনা রেলের

অন্যদিকে রেলের প্রাথমিক রিপোর্ট বলছে ইঞ্জিনিয়ারিং বিভাগের ত্রুটির কারণে ঘটেছে এই দুর্ঘটনা। বীরেন্দ্র কুমার আরো জানান, “এখনো প্রবেশ করা সম্ভব হয়নি নর্থ ইস্ট এক্সপ্রেসের একটি কামরায়। উদ্ধার কাজ চালানোর চেষ্টা করা হচ্ছে দ্রুত। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।”

আরোও পড়ুন : পিছিয়ে আদানি, শীর্ষে এবার আম্বানি! কলকাতায় কোটিপতিদের সংখ্যা দেখলে চমকে যাবেন

রেলের পক্ষ থেকে রঘুনাথপুর স্টেশনে লাইনচ্যুত নর্থ-ইস্ট এক্সপ্রেস দুর্ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়। গঠন করা হয় বিশেষ তদন্তকারী দল। প্রাথমিকভাবে জানা যায়, দুটি এসসি থ্রি টায়ার কোচ উল্টে যায় এবং চারটি বগি লাইনচ্যুত হওয়ার ফলে ঘটেছে এই দুর্ঘটনা। এই দুর্ঘটনায় মোট ২১টি বগি লাইনচ্যুত হয়।

bihar t

রেলের পক্ষ থেকে মৃতদের তালিকা প্রকাশ করা হয় এরপর। মৃতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন মহিলা রয়েছেন। মৃতদের নাম- ঊষা ভান্ডারী, আকৃতি ভান্ডারী, আবু জাইদ ও নরেন্দ্র। তবে, এই দুর্ঘটনার পর থেকেই রেলের তরফে নতুন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর