সরকারি চাকরি খুঁজছেন? এবার শিক্ষানবিশ হিসেবে কর্মী নিয়োগ করবে উত্তর-পূর্ব রেল, দেখুন বিস্তারিত

বাংলাহান্ট ডেস্ক : চাকরির (Job) সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে উত্তর-পূর্ব রেল (North East Railway)। জানানো হয়েছে এই নিয়োগ (Recruitment) হবে শিক্ষানবিশ হিসাবে। আগ্রহী প্রার্থীদের আবেদন জানানোর জন্য যেতে হবে উত্তর-পূর্ব রেলের অফিশিয়াল ওয়েবসাইট ner.indianrailways.gov.in-এ। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে গত ১২ই জুন থেকে। মোট শূন্য পদের সংখ্যা ১১০৪টি।

আগ্রহী প্রার্থীরা আগামী ১১ই জুলাই পর্যন্ত আবেদন জানাতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা ও আবেদনের অন্যান্য বিস্তারিত জানার জন্য ভিজিট করতে হবে ner.indianrailways.gov.in- এই ওয়েবসাইটে। আবেদনকারীকে ৬০ শতাংশ নম্বর সহ নূন্যতম মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। এছাড়াও আবেদনকারীর থাকতে হবে আইটিআই সার্টিফিকেট। ১৫ বছর বয়সের কম এবং ২৪ বছর বয়সের বেশি প্রার্থীরা আবেদন করতে পারবেন না। ১২ জুন, ২০২৪ অনুসারে গণনা করা হবে বয়সসীমা।

আরোও পড়ুন : কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনাই দিল শিক্ষা? এবার ৩ গুণ বেশি লোকো পাইলট নিয়োগ করবে রেল

বয়সের ঊর্ধ্বসীমায় পাঁচ বছর পর্যন্ত ছাড় পাবেন তফশিলি জাতি এবং তফশিলি উপজাতির প্রার্থীরা। বয়সের ক্ষেত্রে তিন বছর ছাড় পাবেন ওবিসি সার্টিফিকেট প্রাপ্ত প্রার্থীরা। ১০ বছর পর্যন্ত ছাড় পাবেন বিশেষভাবে সক্ষম প্রার্থীরা। আবেদন ফি বাবদ সাধারণ ক্যাটাগরীর প্রার্থীদের ১০০ টাকা জমা দিতে হবে। আবেদন মূল্য লাগবে না তফশিলি জাতি, তফশিলি উপজাতি এবং মহিলা প্রার্থীদের। মূলত মেধার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে। সেক্ষেত্রে মাধ্যমিকের নম্বর ও আইটিআই নম্বর প্রযোজ্য।

A great paying job is available only after graduation

কোথায় কত শূন্য পদ রয়েছে তার তালিকা: মেকানিক্যাল ওয়ার্কশপ, গোরক্ষপুর- ৪১১টি,সিগন্যাল ওয়ার্কশপ,গোরক্ষপুর ক্যান্টনমেন্ট- ৬৩টি,ব্রিজ ওয়ার্কশপ, গোরক্ষপুর ক্যান্টনমেন্ট- ৩৫টি,মেকনিক্যাল ওয়ার্কশপ, ইজ্জতনগর- ১৫১টি,ডিজেল শেড, ইজ্জতনগর- ৬০টি,ক্যারিয়েজ এবং ওয়াগন, ইজ্জতনগর- ৬৪টি,ক্যারিয়েজ এবং ওয়াগন, লখনউ জংশন- ১৫৫টি,ডিজেল শেড, গোন্দা- ৯০টি,ক্যারিয়েজ এবং ওয়াগন, বারাণসী- ৭৫টি। 

 

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর