বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূলের দীর্ঘদিনের ‘সৈনিক’ ছিলেন তাপস রায় (Tapas Roy)। যদিও চব্বিশের লোকসভা নির্বাচনের ঠিক আগে পুরনো দল ছেড়ে BJP-তে যোগ দিয়েছেন এই প্রবীণ রাজনীতিক। গেরুয়া শিবিরের তরফ থেকে উত্তর কলকাতা (North Kolkata) কেন্দ্রে প্রার্থী করা হয়েছে তাঁকে। তৃণমূলের দীর্ঘদিনের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়তে হবে তাপসকে। ভোটের আবহে এই নিয়ে বিস্তর চর্চা হয়েছে। এবার অবশ্য ভোট-বাক্সের লড়াই নয়, বরং নিজের সম্পত্তির পরিমাণের (Tapas Roy Property) কারণে শিরোনামে উঠে এসেছেন BJP প্রার্থী।
বাড়িতে ED হানার পর তৃণমূলের প্রতি বিরাগভাজন হয়ে BJP-তে যোগ দেন তাপস। সম্প্রতি নির্বাচন কমিশনের কাছে হলফনামা জমা দিয়েছেন তিনি। সেখান থেকে জানা গিয়েছে, পদ্ম প্রার্থীর সম্পত্তির খতিয়ান। জানা গিয়েছে, নিজস্ব জমি, বাড়ি নেই তাপসের। সেই সঙ্গেই মাথায় রয়েছে প্রায় ১৭ লক্ষের ঋণ।
হলফনামা অনুসারে, তাপসের হাতে ক্যাশ ৫০,০০০ টাকা রয়েছে। সেই সঙ্গেই একাধিক ব্যাঙ্ক, পোস্ট অফিস, ফিক্সড ডিপোজিট, পিএফে ৬৭ লক্ষ ৪৩ হাজার ৮৯৯ টাকা জমা রয়েছে তাঁর। BJP প্রার্থীর একটি বিলাসবহুল গাড়িও রয়েছে। যার বাজারদর ১৭ লক্ষ টাকা। সেই সঙ্গেই তাঁর ৮৫ গ্রাম সোনা রয়েছে। এই মুহূর্তে যার বাজারমূল্য প্রায় ৫ লক্ষ ৭০ হাজার টাকা।
আরও পড়ুনঃ ৩১ মে আর ১ জুন আয়কর দফতর…! কী ঘটতে চলেছে? মারাত্মক আশঙ্কা অভিষেকের
সব মিলিয়ে, প্রায় কোটি টাকার কাছাকাছি অস্থাবর সম্পত্তি রয়েছে তাপসের। তবে বিপুল পরিমাণ অস্থাবর সম্পত্তি থাকলেও তাঁর নিজস্ব কোনও জমি, বাড়ি নেই। বিবি গাঙ্গুলি স্ট্রিটের যে বাড়িতে তিনি থাকেন সেটি তাঁর স্ত্রীয়ের। তাপস হলফনামায় জানিয়েছেন, তাঁর ১৬ লক্ষ ৯৫ হাজার ৯৭৩ টাকার ঋণ আছে।
সম্পত্তির নিরিখে তাপসকে রীতিমতো টেক্কা দেন তাঁর স্ত্রী শুভ্রা রায়। হলফনামা থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, তাপস-পত্নীর হাতে নগদ ৫৫,০০০ টাকা রয়েছে। নানা ব্যাঙ্ক, পোস্ট অফিস, ফিক্সড ডিপোজিট, পিএফে প্রায় ১ কোটি ৮ লক্ষ টাকা জমা আছে। সেই সঙ্গেই তাঁর ৩৫০ গ্রাম সোনা রয়েছে। বর্তমানে যার বাজারদর প্রায় ২৩ লক্ষ ৫০ হাজার টাকা। শুভ্রার দু’টি গাড়িও রয়েছে। বর্তমানে যার বাজারমূল্য ১৮ লক্ষ ৭০ হাজার টাকা। অন্যদিকে বউবাজারে যে বাড়িতে তাঁরা থাকেন সেটির দাম প্রায় ৮৪ লক্ষ টাকা। তাপসের মতো শুভ্রারও বেশ কিছু টাকার ঋণ রয়েছে। হলফনামা অনুসারে, প্রায় ৫৬ লক্ষের ঋণ রয়েছে তাপস-পত্নীর।