বাচ্চাদের নাম হোক বোমা, বন্দুক স্যাটেলাইট! আজব ফরমান জারি কিম জং উনের দেশ উত্তর কোরিয়ায়

বাংলাহান্ট ডেস্ক : উত্তর কোরিয়ার (North Korea) সরকার অভিভাবকদের জন্য একটি অদ্ভুত আদেশ জারি করেছেন। উত্তর কোরিয়ার কর্মকর্তারা অভিভাবকদের তাদের সন্তানদের নাম বোমা, বন্দুক এবং স্যাটেলাইট শব্দের সাথে রাখতে বলেছেন। এমন নামগুলোকে দেশপ্রেমে পরিপূর্ণ বলে বর্ণনা করা হয়েছে।

প্রকৃতপক্ষে, যে নামের মধ্যে কমনীয় ভাব রয়েছে উত্তর কোরিয়ার সরকার সেই নামগুলির ব্যবহার বন্ধ করতে চায়। এর আগে, কমিউনিস্ট সরকার দক্ষিণ কোরিয়ার মতো এরি (লাভড ওয়ান), সুমি (সুপার বিউটি) এর মতো সুন্দর নাম ব্যবহার করার অনুমতি দিয়েছিল। কিন্তু এখন সরকার মানুষকে নির্দেশ দিয়েছে যে এই ধরনের নামধারী ব্যক্তিদের নাম পাল্টে রাখতে হবে।

   

স্বৈরতান্ত্রিক শাসক কিম জং চান বাবা-মায়েরা তাদের সন্তানদের সরকারের পছন্দের নাম দিক। পাশাপাশি এও জানানো হয়ছে, যদি কেউ এই আদেশ অনুসরণ না করে তাহলে তাকে জরিমানা করা হতে পারে। সরকার অনুমোদিত নামগুলির মধ্যে রয়েছে Pok II (বোমা), Chung Sim (আনুগত্য) এবং Ui song (স্যাটেলাইট)।

একজন নাগরিক বলেছেন, “মানুষ অভিযোগ করছে যে সরকার যা খুশি নাম দেওয়ার জন্য সাধারণ লোকদের চাপ দিচ্ছে। গত মাস থেকে মানুষকে নোটিশ দেওয়া হচ্ছে।” নাগরিকদের আদেশে বলা হয়েছে যে বিপ্লবীদের সম্মান জানানোর জন্য নাগরিকদের নামের রাজনৈতিক অর্থ থাকতে হবে। অভিভাবকরা সরকারের এই আদেশে ক্ষুব্ধ।

Kim Jong Un

নাগরিকরা প্রশ্ন তুলেছেন, একজন ব্যক্তির নাম রাখার স্বাধীনতাও নেই? উত্তর কোরিয়ার কর্মকর্তারা বলছেন যে দেশটির নাগরিকদের নাম দক্ষিণ কোরিয়ার মতো হওয়া উচিত নয়। উত্তর কোরিয়া প্রায়ই সীমান্ত এলাকায় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়, যার কারণে উভয়ের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকে। সেই থেকে বড় কোনো বিপদ হতে পারে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর