পরমাণু পরীক্ষা উত্তর কোরিয়ার,ভূমিকম্প চীনে

বাংলা হান্ট ডেস্ক: সমস্ত হুমকি উপেক্ষা করেই আবার পরমাণু পরীক্ষা করল উত্তর কোরিয়া। স্বল্প ক্ষমতা সম্পন্ন থেকে মাঝারি ক্ষমতা সম্পন্ন একের পর এক মিসাইলের পরীক্ষা করে চলেছে উত্তর কোরিয়া। এমনকি নতুন করে নিজেদের পরমাণু ঘাঁটি কোরিয়ার ও সারিয়ে তুলছে উত্তর কোরিয়া।
c299e i4py7wewiveijffeovm3z7c3f4
উত্তর কোরিয়ার এই ক্রিয়াকলাপ সারা বিশ্বে আতঙ্কের পরিবেশ গড়ে তুলেছে। এই অবস্থায় ভূমিকম্পে কেঁপে উঠল চীন এবং উত্তর কোরিয়ার সীমান্ত। জানা যাচ্ছে, এই বিস্ফোরণের শব্দ অনেক দূর পর্যন্ত শুনতে পাওয়া যায়। বিস্ফোরণের পর মৃদু ভূমিকম্প অনুভূত হয়।চীনের ভূমিকম্প সেন্টার জানিয়েছে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ১.৩। জিলিন প্রদেশের ফাংশন শহরের ঘটনাটি ঘটেছে। অনেকের অনুমান হয়তো ফের পরমাণু পরীক্ষা চালাল উত্তর কোরিয়া যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে কিছুই জানানো হয়নি।

সম্পর্কিত খবর