বিনা টিকিটে যাত্রী ধরে বিরাট লাভ! মাত্র ৫০ দিনে ১০ কোটির বেশি আয় রেলের

বাংলা হান্ট ডেস্ক: বিনা টিকিটে সফরকারি রেল যাত্রীদের ধরার জন্য এই মুহূর্তে প্রতিটি স্টেশনেই চলছে  কড়াকড়ি।ট্রেনে উঠে ধরে ধরে টিকিট চেক করা হচ্ছে যাত্রীদের। সম্প্রতি উত্তর-পূর্ব সীমান্ত রেল (Northeast Frontier Railway) টিকিট চেকিংয়ের (Ticket Checking) সময় জরিমানা (Penalty) বাবদ কোটি কোটি টাকা আদায় করেছে।

সেই টাকার অঙ্ক দেখে ভিরমি খাওয়ার অবস্থা হয় খোদ রেল কর্তাদের। সম্প্রতি উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়েতে টিকিট চেকিং-এর সময় দেখা গিয়েছে যাত্রীদের মধ্যে একটা বড় অংশই ট্রেনের  টিকিট না কেটেই সফর করছেন।

প্রসঙ্গত রেল যাত্রা সবসময় আরামদায়ক হলেও সফর  করার সময় যাত্রীদের বেশ কিছু নিয়ম মেনে চলা জরুরী। যার মধ্যে অন্যতম হলো ট্রেনের টিকিট।যে কোনো যাত্রীই যদি টিকিট না কেটে ট্রেনে সফর করেন তাহলে ভারতীয় রেলের আইন অনুযায়ী অপরাধ বলে গণ্য করা হয়।

তও এবার আম জনতার হুঁশ ফেরাতেই চলছে  কড়া নজরদারি। সম্প্রতি এপ্রসঙ্গে গুয়াহাটির এনএফআর-এর প্রধান জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন বিনা টিকিটে ট্রেন সফর রুখতে একটি বিশেষ অভিযান চালানো হয়েছিল।

আরও পড়ুন: স্প্যাম কল থেকে মুক্তি! আমজনতার কোটা ভেবে তুখোড় প্ল্যান TRAI-র

চলতি বছরের ১ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত এই অভিযান চালিয়েই যাত্রীদের থেকে  মোটা টাকা  জরিমানা আদায় করা হয়েছে। জানলে অবাক হবেন এই অভিযান চালিয়ে রেল কর্তৃপক্ষ জরিমানা বাবদ যাত্রীদের থেকে  ১০ কোটি ৬৫ লক্ষের-ও বেশি টাকা আদায় করেছে।

train 3 1

একটি সরকারী বিবৃতি থেকে জানা যাচ্ছে গত বছর অর্থাৎ ২০২৩ সালের এপ্রিল থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত, NFR বিনা টিকিটে সফর করার মোট ৭,৯৩১৭০টি ঘটনা সনাক্ত করেছিল। আর সেইসমস্ত যাত্রীদের থেকে গত বছর জরিমানা বাবদ ৬৬.২৭ কোটি টাকারও বেশি আদায় করা হয়েছিল।

আর তার আগের অর্থবর্ষে ৭,৭৮,৮০৮ টি মামলা থেকে জরিমানা বাবদ রেলের আয় হয়েছিল মোট ৬২.৯৮ কোটি টাকা।এইভাবে গত অর্থবর্ষের তুলনায় অতিরিক্ত আরও ১৪,৩৬২ টি বেশি মামলা সনাক্ত করা হয়েছে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর