বাংলা হান্ট ডেস্কঃ আফগানিস্তানে তালিবান নিজেদের সরকার ঘোষণা করেছে। কিন্তু পঞ্জশিরে তাঁদের এখনও চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। নর্দান অ্যালায়েন্সের প্রধান আহমেদ মাসুদের মুখপাত্র আলী নজারি এরই মধ্যে এক গুরুত্বপূর্ণ বয়ান দিয়ে তালিবানের রক্তচাপ বাড়িয়েছে। তিনি জানিয়েছেন, পঞ্জশিরের ৬০ শতাংশ এলাকাতে এখনও নর্দান অ্যালায়েন্সের কবজা রয়েছে।
প্রতিরোধ বাহিনীর আলী নজারি সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, আহমেদ মাসুদ আর অমরুল্লাহ সালেহ এখনও আফগানিস্তানেই রয়েছেন। ওনারা নিজেদের দেশ আর দেশবাসীর সঙ্গে রয়েছেন। কাওর সঙ্গে প্রতারণা করা হবে না।
তবে এর আগে জানা গিয়েছিল যে, নর্দান অ্যালায়েন্সের প্রধান আহমেদ মাসুদ বর্তমানে তাজিকস্তানে রয়েছেন। কিন্তু ওনার মুখপাত্র দ্বারা পরিষ্কার জানানো হয়েছে যে, মাসুদ এখনও আফগানিস্তানেই রয়েছেন আর উনি তালিবানদের বিরুদ্ধে লড়াইয়ের নেতৃত্ব দিয়ে চলেছেন।
উল্লেখ্য, তালিবান গোটা আফগানিস্তানে কবজা করার ১৫ দিন পর বিদ্রোহীদের ঘাঁটি পঞ্জশিরে কবজা করে সেখানকার গভর্নর হাউসে নিজেদের পতাকা তুলেছিল। যদিও, মাসুদরা দাবি করেছিল যে তালিবানের কবজা জমানোর আগের রাতে পাকিস্তানের তরফ থেকে এয়ারস্ট্রাইক করা হয়েছিল পঞ্জশিরে, যার কারণেই তালিবানরা সুযোগ পেয়ে যায়। যদিও, এর ঠিক এরপরের দিন অজ্ঞাত বিমান পঞ্জশিরে তালিবানের ঘাঁটিতে এয়ার স্ট্রাইক করে আর তালিবানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
তখন থেকেই শোনা যাচ্ছিল যে আহমেদ মাসুদ আর অমরুল্লাহ সালেহ পঞ্জশির ছেড়ে চলে গিয়েছেন। কিন্তু আহমেদ মাসুদের মুখপাত্রর দাবি একদিকে যেমন বিদ্রোহীদের মনোবল বাড়াচ্ছে, তেমনই তালিবানেরও রক্তচাপ বাড়ছে।