সূবর্ণ সুযোগ! শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমেই রেলে চাকরি, বেতন ৭৫,০০০

বাংলাহান্ট ডেস্কঃ চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কোনও পরীক্ষা নয়, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমেই আপনি পেতে পারেন সরকারি চাকরি। এমনকি বেতনও হবে মোটা টাকার। যা কিনা ৭৫ হাজার অবধি। তাহলে দেরি না করে এখনই জেনে নিন বিস্তারিত-

উত্তর রেল মেডিকেল প্র্যাকটিশনার পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। সমস্ত আগ্রহী ও যোগ্য প্রার্থীদের কাছ থেকে ইতিমধ্যেই আবেদনের আমন্ত্রণ জানানো হয়েছে। দিল্লি বিভাগের উত্তর রেলের এই চাকরির জন্য কোনও পরীক্ষা নয়, সোজাসুজি ইন্টারভিউয়ে উপস্থিত হতে বলা হয়েছে।

যোগ্যতা: উত্তর রেলের এই পদে আবেদনের জন্য প্রার্থীদের যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ও ১ বছরের ইন্টার্নশিপ করে থাকতে হবে।

বয়সসীমা: ইন্টারভিউয়ে যোগ দেওয়ার জন্য প্রার্থীর বয়স সর্বাধিক ৫০ বছর হতে পারে।

indian railways service will be closed until March 31?

বেতন: নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন হবে ৭৫ হাজার টাকা।

ইন্টারভিউয়ে যোগ দেওয়ার পদ্ধতি:
আগ্রহী প্রার্থীরা প্রয়োজনীয় নথিপত্র নিয়ে প্রধান চিকিৎসা সুপারিটেন্ডাল, মন্ডল রেলওয়ে হাসপাতাল, উত্তর রেলওয়ে বা ডিএলএই বিভাগে ০৬ এপ্রিল ২০২১ এ ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হতে পারেন। ইন্টারভিউটি সকাল ৯টা থেকে দুপুর আড়াইটার মধ্যে সম্পন্ন হবে। তবে প্রার্থীকে সকাল সাড়ে আটটার মধ্যে কেন্দ্রে রিপোর্ট করতে হবে।

ইন্টারভিউয়ের তারিখ:
আগামী মাসের ৬ তারিখ অর্থ্যাৎ ৬ এপ্রিল ২০২১ এ অনুষ্ঠিত হবে।

চুক্তির মেয়াদ: উত্তর রেলের এই চাকরিটি চুক্তিচিত্তিক। নির্বাচিত প্রার্থীকে ১ বছরের চুক্তির মেয়াদে নিয়োগ করা হবে।

এছাড়াও বিস্তারিত জানতে নীচে দেওয়া লিঙ্কে ভিজিট করুন-

https://nr.indianrailways.gov.in/nr/recruitment/1616580562160_CMP%20DLI.pdf


সম্পর্কিত খবর