কোনো বড় সংবর্ধনা নয়, শুধুমাত্র প্রাপ্য সম্মানটুকু চেয়েছিলাম সেটাও পায়নি, BCCI-র সমালোচনায় যুবি।

বাংলাহান্ট ডেস্ক: এক সময় ভারতের অন্যতম সেরা অলরাউন্ডার ছিলেন যুবরাজ সিং। 2011 বিশ্বকাপে যুবির অনবদ্য পারফরম্যান্সের ফলে ভারতের বিশ্বকাপ জিততে অনেক বেশি সুবিধা হয়েছিল। 2011 বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করার জন্য টুর্নামেন্ট সেরা পুরস্কার পেয়েছিলেন যুবরাজ সিং। যুবির মারকাটারি ব্যাটিংয়ের জন্য ভারত অনেক বড় বড় ম্যাচ জিতেছে। এছাড়াও বিশ্ব ক্রিকেটে এক ওভারে ছয় ছক্কা মারার রেকর্ড রয়েছে যুবরাজ সিংয়ের নামে। অথচ এই যুবরাজ সিং-ই কেরিয়ারের শেষের দিকে যোগ্য সম্মানটুকু পাননি। বিসিসিআই এর বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ আনলেন যুবরাজ সিং।

গত বছর ইংল্যান্ড বিশ্বকাপে ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচের পরে হঠাৎ করেই সকলকে অবাক করে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে চিরতরে অবসর নিয়ে নেন প্রাক্তন ভারতীয় তারকা অলরাউন্ডার যুবরাজ সিং। যুবরাজ সিংয়ের আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়া এক বছর হয়ে গেল কিন্তু বিসিসিআই কেরিয়ারের শেষের দিকে তার প্রতি যে আচরণ করেছিল তা এখনো পর্যন্ত ভুলতে পারেনি যুবরাজ সিং।

745266720ee8691dc014d95d3de135741e802a909b5d19ce8cbd2b3174501c24b83f4822

এক সাক্ষাৎকারে যুবি বলেছেন, আমি কোন কিংবদন্তি ক্রিকেটার নয়, তবে যতদিন পর্যন্ত দেশের জার্সি গায়ে ক্রিকেট খেলেছি সততার সাথে খেলেছি, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। আর তাই ক্যারিয়ারের শেষের দিকে বিসিসিআই- এর কাছে কোন বড় বিদায়ী সম্বর্ধনা নয় বরং যোগ্য সম্মানটুকু আশা করেছিলাম কিন্তু সেটাও আমাকে দেয়নি বিসিসিআই।


Udayan Biswas

সম্পর্কিত খবর