গতবছর ইংল্যান্ডে বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে শেষবার ভারতীয় দলের জার্সি গায়ে মাঠে দেখা গিয়েছিল প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। তারপর থেকে দীর্ঘদিন বাইশ গজের বাইরে রয়েছেন তিনি। আর এই মুহূর্তে করোনা ভাইরাসের কারণে বিশ্বজুড়ে বন্ধ রয়েছে ক্রিকেট। ফের কবে বাইশ গজে ক্রিকেট ফিরবে সেটা এখনো কারুর জানা নেই। তবে ক্রিকেট ফিরলেও ধোনি ফের কবে মাঠে নামেন সেই ব্যাপারে কোন সঠিক উত্তর কারো কাছে নেই। তবে এবার ক্রিকেটার হিসাবে না হলেও কোচ হিসাবে মাঠে দেখা যাবে প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে।
বিশ্বকাপের পর থেকে ক্রিকেট মুখী হননি মহেন্দ্র সিং ধোনি। কখনো পরিবারের সঙ্গে তাকে বিভিন্ন জায়গায় সময় কাটাতে দেখা গিয়েছে, তো কখনো দেখা গিয়েছে ধোনি সেনাবাহিনীর ট্রেনিং করছেন। আর এই সবের মধ্যে দিয়েই তিনি ক্রিকেট থেকে নিজেকে অনেকটা দূরে সরিয়ে নিয়েছিলেন। সমস্ত প্রতিক্ষার অবসান ঘটিয়ে এই বছর আইপিএলের মাঠে নামার কথা ছিল ধোনির কিন্তু করোনা ভাইরাসের কারনে অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত হয়ে যাওয়ায় আর মাঠে নামা হয়নি ধোনির। ধোনির মাঠে ফেরার অপেক্ষায় দিন গুনছেন তারা অগনিত সমর্থক।
এবার ক্রিকেটার হিসেবে মাঠে না নামলেও কোচ হিসাবে ক্রিকেট এর সাথে যুক্ত হতে চলেছেন ধোনি। জানা গিয়েছে ধোনি এবং দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার কালিনান দুজন মিলে অনলাইনে ক্রিকেট কোচিং করানো শুরু করবেন। মনে করা হচ্ছে এই কোচিং থেকে বিশেষ ভাবে উপকৃত হবেন তরুণ ক্রিকেটাররা। ধোনি জানিয়েছেন দীর্ঘদিন ধরেই তার পরিকল্পনা ছিল অবশেষে লকডাউনের সময়টা কাজে লাগিয়ে অনলাইন কোচিং করানো শুরু করবেন ধোনি।