বাংলা হান্ট নিউজ ডেস্ক: এই মুহূর্তে পরিবারের সাথে প্যারিসে ছুটি কাটাচ্ছেন বিরাট কোহলি। ভারতীয় দল এখন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে জিতে টি-টোয়েন্টি সিরিজে নামার প্রস্তুতি নিচ্ছে। ওয়ানডে সিরিজে তথাকথিত অনেক তারকা ক্রিকেটার বিশ্রাম পেলেও টি-টোয়েন্টি সিরিজে তারা সকলেই প্রায় ফিরে আসছেন কোহলি বাদে। এত বিশ্রাম নেওয়ার প্রবণতা দেখে অনেক প্রাক্তন ক্রিকেটারই তার ওপর সন্তুষ্ট নন। ভারতীয় ক্রিকেট বোর্ড ইঙ্গিত দিয়েছে যে বিরাট কোহলি এশিয়া কাপের আগে জিম্বাবোয়ে সফরে দলে ফিরতে পারেন।
কিছুদিন আগেই সমাপ্ত হওয়া ইংল্যান্ড সফরে বিরাট কোহলি নিজের সেরা ছন্দের ধারেকাছে ছিলেন না। টেস্ট, টি-টোয়েন্টি এবং ওয়ান ডে তিনটে ফরম্যাটেই অত্যন্ত বিশ্রী ফর্মে ছিলেন তিনি। ৬ ইনিংসে তিনি মাত্র ৭৫ রান করেছেন সেই সিরিজে। তারপর থেকেই তার ব্যাটিং পারফরম্যান্স নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল। এরইমধ্যে শোনা গিয়েছিল যে বিরাট কোহলি নিজেই চেয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে বিশ্রাম নিয়েছেন। সেই ঘটনা বিতর্কে আরও উসকে দিয়েছিল।
এবার কোহলির জিম্বাবোয়ে সফরে যাওয়া নিয়েও তৈরি হয় বিতর্ক। এই নিয়ে মন্তব্য করে বিতর্ক তৈরি করলেন প্রাক্তন নিউজিল্যান্ড অলরাউন্ডার স্কট স্টাইরাস। প্রাক্তন কিউয়ি তারকা জানিয়েছেন যে জিম্বাবোয়ে সফরে গিয়ে কোনও লাভ হবে না বিরাট কোহলির। হয়তো কোহলি একটি সস্তার শতরান পেয়ে যাবেন কিন্তু তাতে আখেরে লাভ কিছু হবে না প্রাক্তন ভারত অধিনায়কের।
তাহলে সেই সময় কি করা উচিত কোহলির? এই প্রশ্নেরও জবাব দিয়েছেন স্টাইরাস। তিনি বলেছেন, “আমার খুব ভালো লাগবে যদি কোহলি জিম্বাবোয়ে সফরে না গিয়ে ওই সময়টা পুরোপুরি বিশ্রাম নেয়। বিশ্বকাপের আগে রাহুল দ্রাবিড় এবং নির্বাচকদের পরিকল্পনার একটা বড় অংশ বিরাট। বিশ্বকাপের আগে এমন সফরে বিরাটকে পাঠিয়ে কোনও লাভ হবে না।”