বাংলাহান্ট ডেস্ক: সারা বিশ্বে যতগুলি ফিল্ম ইন্ডাস্ট্রি রয়েছে তার মধ্যে সবথেকে বেশি ছবি তৈরি হয় বলিউডে (Bollywood)। আর সমগ্র ভারতীয় সিনেমার কথা ধরলে ছবি তৈরির ক্ষেত্রে তা হলিউডকেও ছাপিয়ে যাবে। বছরে প্রায় ১৭০০-১৮০০ ছবি তৈরি হয় দেশের সবকটি ফিল্ম ইন্ডাস্ট্রি মিলিয়ে। ইদানিং ছবির বাজেটেও (Budget) দেখা যাচ্ছে বড়সড় বদল।
এখন বেশিরভাগ ছবিই হয় বড় বাজেটের। কে কত কোটি টাকা দিয়ে ছবি তৈরি করতে পারবে তা নিয়ে কার্যত রেষারেষি চলে প্রযোজকদের মধ্যে। অভিনেতা অভিনেত্রীদের পারিশ্রমিক, সেট নির্মাণ, কস্টিউম, ভিএফএক্স সব মিলিয়ে অনেক সময়েই টাকার অঙ্কটা পৌঁছে যায় কয়েকশো কোটিতে। তবে বাজেট বেশি হলেই যে ছবি সবসময় ভাল হবে এর কোনো মানে নেই যার সাম্প্রতিক তম উদাহরণ আদিপুরুষ। এতদিন পর্যন্ত এই ছবিটিই ছিল ভারতীয় সিনেমার সবথেকে ‘দামি’ ছবি। কিন্তু খুব শীঘ্রই এই তকমা খোয়াতে চলেছে আদিপুরুষ।
আসছে সবথেকে বড় বাজেটের ছবি
ভারতীয় সিনেমার ইতিহাসে সবথেকে বড় বাজেটের ছবি আসতে চলেছে খুব শীঘ্রই। তবে এটি বলিউডে তৈরি হবে না। দক্ষিণী ইন্ডাস্ট্রির আসন্ন এই ছবিতেও মুখ্য চরিত্রে থাকছেন প্রভাস। ছবির নাম ‘প্রোজেক্ট কে’। বহুল চর্চিত ছবিটির শুটিং অনেকদিন আগেই শুরু হয়ে গিয়েছে হায়দ্রাবাদে।
কত টাকা খরচ হবে ছবিতে?
এখনো পর্যন্ত ভারতীয় ছবির জগতে সবথেকে বেশি বাজেটের ছবি হতে চলেছে এটা। এমনটাই বলা হচ্ছে প্রোজেক্ট কে এর ব্যাপারে। জানা যাচ্ছে, ছবিটি তৈরি করতে খরচ হতে চলেছে ৪০০ কোটি টাকা। শুধু ছবি নির্মাণেই নয়, প্রচারেও একটা মোটা অঙ্কের টাকা ব্যয় করার পরিকল্পনায় রয়েছেন নির্মাতারা। তাই ছবির মোট বাজেট ধরা হয়েছে ৬০০ কোটি টাকা।
কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন প্রভাস?
শোষণ যাচ্ছে, সবথেকে বড় বাজেটের এই ছবির জন্য চোখ ধাঁধানো পারিশ্রমিক নিচ্ছেন অভিনেতা অভিনেত্রীরা। মুখ্য চরিত্রে থাকা প্রভাস একাই নিচ্ছেন ১৬০ কোটি টাকা। ছবিতে থাকছেন কমল হাসান। তিনি নিচ্ছেন প্রায় ২০ কোটি টাকা। বলিউড থেকেও অভিনেতা অভিনেত্রীরা থাকছেন এই ছবিতে।
রয়েছেন অমিতাভ বচ্চন, দীপিকা পাডুকোন, দিশা পাটানি। দীপিকা নিচ্ছেন ১০ কোটি টাকা। আর অমিতাভ এবং দিশা পাচ্ছেন ২০ কোটি টাকা। প্রভাসের অনুরাগীরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই ছবির জন্য।