বাংলাহান্ট ডেস্কঃ তিন আইপিএস অফিসারকে বদলি করতেই স্যোশাল মিডিয়ায় প্রতিবাদে জ্বলে উঠলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে কড়া ভাষায় আক্রমণ করে ক্ষোভ উগরে দিলেন। প্রতিবাদ জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রের নেওয়া সিদ্ধান্তের।
গত বৃহস্পতিবার দুদিনের বাংলা সফরে বাংলায় এসে চরম বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে। প্রথমদিনের কর্মসূচী নির্বিঘ্নে সম্পন্ন হলেও, বৃহস্পতিবার ডায়মন্ড হারবারে যাওয়ার পথে চরম হামলার শিকার হন জেপি নাড্ডা। তাঁর কনভয়ের উপর হওয়া ইটবৃষ্টির শিকার হন তিনি। এই ঘটনার প্রতিবাদে বাংলা জুড়ে বিভিন্ন জায়গায় প্রতিবাদী বিক্ষোভ প্রদর্শন করেছিল গেরুয়া শিবির।
ওই দিন জেপি নাড্ডার নিরাপত্তার দায়িত্বে ছিলেন আইপিএস অফিসার- প্রবীণ ত্রিপাঠী, রাজীব মিশ্র এবং ভোলানাথ পাণ্ডে। এই ঘটনার পর এই তিন অফিসারকে ডেপুটেশনে চেয়ে নবান্নে চিঠি পাঠায় দিল্লী। এই ঘটনার পাল্টা আপত্তি জানায় রাজ্য সরকার এবং শনিবার একটি চিঠি পাঠায়। যা নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত আবারও চরমে পৌছায়।
Hon’ble HM aka the kindergarten bully using MHA to forcibly give WB cadre IPS officers punishment postings in total violation of the federal structure
Each state isn’t Gujarat, Sir and every organisation isn’t the BCCI for you to control at whim!
— Mahua Moitra (@MahuaMoitra) December 17, 2020
তবে এই ঘটনার পর রাজ্যের সমস্ত অভিযোগকে অগ্রাহ্য করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক পূর্বের ঘোষণা মাফিক এই তিন আইপিএস অফিসারকে ডেপুটেশনে পাঠানোর নির্দেশিকা জারী করল। এই ঘটনায় তেলে বেগুনে জ্বলে উঠলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। প্রতিবাদ জানিয়ে ট্যুইটে মহুয়া মৈত্র লিখলেন, ‘সব রাজ্য গুজরাট আর BCCI নয়!’
GoI’s order of central deputation for the 3 serving IPS officers of West Bengal despite the State’s objection is a colourable exercise of power and blatant misuse of emergency provision of IPS Cadre Rule 1954. (1/3)
— Mamata Banerjee (@MamataOfficial) December 17, 2020
পাশাপাশি এই ঘটনার প্রতিবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও ট্যুইট করে লিখেছেন, রাজ্যের আপত্তি থাকা সত্ত্বেও বাংলার তিন IPS অফিসারকে যেভাবে ডেপুটেশনে পাঠাল কেন্দ্র, তা পুরোপুরি ক্ষমতার আস্ফালনের নজির গড়ল’।