বাংলাহান্ট ডেস্কঃ দেশজুড়ে করোনা সংক্রমণের (Corona Outbreak) শুরু থেকেই বন্ধ হয়ে গিয়েছিল স্কুল-কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেই বেশ কয়েকটি শ্রেণীর পঠনপাঠন শুরু হয়। তবে করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় ফের বিপর্যস্ত পরিস্থিতি গোটা দেশে। শেষ ২৪ ঘণ্টায় দেশে কোভিড পজিটিভ হয়েছেন প্রায় সাড়ে ৩ লক্ষের কাছাকাছি। এমন পরিস্থিতি ফের পঠনপাঠন হয়ে উঠেছে অনলাইন নির্ভর। তবে দেশজুড়ে করোনা যে সংকটজনক পরিস্থিতির সৃষ্টি করেছে তাতে আর্থিক সমস্যায় ভুগছেন অনেক অভিভাবকরা। এবার তাঁদের জন্যই সুখবর শোনাল কলকাতা হাইকোর্ট (High Court)।
এদিন স্কুলের ফি সংক্রান্ত একটি মামলার অন্তর্বর্তী শুনানি চলাকালীন হাইকোর্টের নির্দেশ, করোনার এহেন উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে কেউ যদি স্কুলের ফি দিতে না পারে, তাহলে তাঁকে স্কুল থেকে বহিষ্কার বা অনলাইন ক্লাস থেকে বাদ দিতে পারবে না কোনও স্কুল কতৃপক্ষই। তবে হাইকোর্টের তরফে জারি হওয়া এই নির্দেশিকার যাতে কোনও ভাবেই অপব্যবহার না হয়, তার দিকেও নজর দেওয়ার কথা বলা হয়েছে।
একইসাথে হাইকোর্টের তরফে এও জানানো হয় ফি (School Fee) সংক্রান্ত একটি রায় গত বছরের ১৩ অক্টোবর দেওয়া হয়েছিল। পরবর্তী নির্দেশ জারির আগে পর্যন্ত সেটিই বহাল থাকবে। যাতে বলা হয়েছিল ৩০ নভেম্বরের মধ্যে অভিভাবকদের ৮০ শতাংশ বকেয়া ফি মেটাতে হবে। অন্যথায় স্কুল কতৃপক্ষ নিজেদের ইচ্ছেমত ব্যবস্থা নিতে পারবে।
উল্লেখ্য, একাধিক স্কুলের তরফে অভিযোগ হাইকোর্টের এই নির্দেশাবলীর পরেও অনেক পড়ুয়া গতবছর পরবর্তী ক্লাসে ওঠার সময় ভর্তি ফি দেওয়া ছাড়া সারা বছর কোনও ফি-ই মেটায় নি। এমন পরিস্থিতিতে স্কুল কতৃপক্ষের অভিযোগ কীভাবে স্কুল চালানো সম্ভব হবে! তবে অন্যদিকে অভিভাবকদের তরফেও একাধিক স্কুল কতৃপক্ষের বিরুদ্ধে পুরো ফি আদায়ের অভিযোগ উঠেছিল।