ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের তরফে যে 100 বলের নুতন ফার্মেটের টুর্নামেন্ট আয়োজন হতে চলেছে সেই টুর্নামেন্টে অবিক্রিত রয়ে গেলেন টি-টোয়েন্টি স্পেসালিষ্ট বেশ কিছু খেলোয়াড়। এই টুর্নামেন্টে দল পেলেন না লাসিথ মালিঙ্গা, ক্রিস গেইল এবং সাকিব আল হাসানের এত মত তারকা ক্রিকেটাররা। এরই সাথে সাউথ আফ্রিকার নুতন প্রতিভা কাগিসো রাবাদাও অবিক্রিত থেকে গেছেন এই টুর্নামেন্টে।
গেইল এবং মালিঙ্গা দুজন খেলোয়াড়ই এই টুর্নামেন্টের জন্য নিজেদের দাম নির্ধারিত করেছিল 1 লক্ষ 25 হাজার পাউন্ড। কিন্তু হান্ড্রেড বলের এই টুর্নামেন্টের কোনো ফ্রাঞ্চায়সি এত বিশাল অর্থ ব্যয় করতে চাই নি কেরিয়ারের শেষের দিকে দাঁড়িয়ে থাকা এই দুজন প্লেয়ারের পিছনে।
এছড়ারাও 1 লক্ষ পাউন্ড দাম রাখার কারনে কোনো দল পায় নি ট্রেন্ট বোল্ট, কেরণ পোলার্ড এবং ডোয়েন ব্রাভোর মত বেশ কয়েক জন তারকা টি-টোয়েন্টি স্পেসালিষ্ট খেলোয়াড়। 1 লক্ষ পাউন্ডের কোটায় বিক্রি হয়েছেন ক্রিস লিন, কেন উইলিয়ামসন, সন্দীপ লামিছানে, মহম্মদ আমেররা।
এছাড়াও রেকর্ড দামে বিক্রি হয়েছে আফগানিস্তান স্পিনার রাশিদ খান, আন্দ্রে রাসেল, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, সুনীল নারিন, ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার এর মত খেলোয়াড়রা।