বাংলা হান্ট ডেস্কঃ মহার্ঘ ভাতা নিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের( Government Employees) মধ্যে এখন খুশির হাওয়া বইছে। বর্তমানে ৫০% হারে ডিএ (Dearness Allowance) পাচ্ছেন তাঁরা। শোনা যাচ্ছে, ফের সেই অঙ্কটা বাড়ানো হতে পারে। শীঘ্রই এই নিয়ে ঘোষণা করা হতে পারে বলে খবর। এসবের মাঝেই এবার কড়া নির্দেশিকা জারি করল সরকার (Central Government)। যা দেখে চাপে পড়েছেন অনেকেই।
সম্প্রতি কেন্দ্রের ডিপার্টমেন্ট অফ পার্সোনেল অ্যান্ড ট্রেনিংয়ের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। ব্যাঙ্ক ও কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানগুলির উদ্দেশে জারি করা এই নির্দেশিকায় পরিষ্কার বলা হয়েছে, যে সকল কর্মীরা (Government Employees) ঠিকভাবে কাজ করছেন না তাঁদের অগ্রিম অবসরে পাঠিয়ে দেওয়া হতে পারে। ফলে স্বাভাবিকভাবেই সরকারি কর্মীদের একাংশের মধ্যে হইচই পড়ে গিয়েছে বলে খবর।
ডিপার্টমেন্ট অফ পার্সোনেল অ্যান্ড ট্রেনিংয় একটি নির্দেশিকায় সংশ্লিষ্ট মন্ত্রকগুলিকে ব্যাঙ্ক, পিএসইউ তথা পাবলিক সেক্টর আন্ডারটেকিং, স্বায়ত্তশাসন প্রতিষ্ঠান ও তাদের নিয়ন্ত্রণাধীন বিধিবদ্ধ সংস্থাগুলিকে কর্মীদের পর্যায়ক্রমিক পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়। সেখানে বলা হয়েছে, কোনও কর্মীকে কাজে রাখা হবে নাকি অগ্রিম অবসরে পাঠানো হবে সেটা পর্যালোচনার দায়িত্ব সংশ্লিষ্ট দফতরের হাতে থাকবে।
আরও পড়ুনঃ কন্যা সন্তান হলেই ২ লাখ টাকা দেবে সরকার! নয়া প্রকল্পে খুশির হাওয়া রাজ্যে
মাঝেমধ্যেই দেখা যায়, বহু সরকারি কর্মী দেরি করে অফিসে ঢুকছেন। কেউ কেউ আবার সময়ের আগেই অফিস থেকে বেরিয়ে যান। তবে এসব যে আর মানা হবে না, তা কার্যত পরিষ্কার করে দিয়েছে কেন্দ্র। জানা যাচ্ছে, এবার থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মোবাইল ফোন বেসড ফেস অথেনটিকেশন সিস্টেম ব্যবহার করতে হবে।
সম্প্রতি জারি করা এই নির্দেশিকায় বলা হয়েছে, যদি কোনও সরকারি কর্মী দেরি করে অফিসে ঢোকেন তাহলে হাফ ডে ক্যাজুয়াল লিভ কেটে নেওয়া হবে। মাসে দু’বার দেরি করে অফিস ঢোকার পর ফের যদি কোনও কর্মী দেরি করেন তাহলে এরপর থেকে ওই কর্মীর ক্যাজুয়াল লিভ কাটা শুরু হবে।