বাংলা হান্ট ডেস্ক: দেশে প্রায় এক কোটির পথে করোনা আক্রান্তের সংখ্যা। চাতক পাখির মতো সকল দেশবাসী করোনার ভ্যাকসিনের আশায় বসে। এমতাবস্তায় মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রকের থেকে জানিয়ে দেওয়া হল, দেশের ১৩০ কোটি জনতার সকলকে মোটেও করোনার ভ্যাকসিন দেওয়া হবে না। কেন্দ্রীয় সরকার কোনওদিনও সকলকে ভ্যাকসিন দেওয়ার কথা বলেইনি। বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে নির্দিষ্ট মানুষদেরই এই ভ্যাকসিন দেওয়া হবে, এমনটাই আজ জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ।
আসলে সাধারণ মানুষের ধারণা ভ্যাকসিন নিলেই আর করোনা হবে না। কিন্তু করোনা প্রতিরোধের জন্য জনে জনে ভ্যাকসিন নেওয়ার দরকার নেই, এমনটাই জানিয়েছেন আইসিএমআরের ডিজি ডাঃ বলরাম ভার্গব। তিনি জানান, দেশের কত মানুষকে এই ভ্যাকসিন দেওয়া হবে তা এর উৎপাদন হারের উপর নির্ভর করছে। তবে একবার করোনা সংক্রমণের শৃঙ্খল ভেঙে গেলে আর সবাইকে ভ্যাকসিন দেওয়ার প্রয়োজন পড়বে না।
এছাড়া আজ স্বাস্থ্য সচিব জানান, ১১ নভেম্বর দেশে করোনা সংক্রমণের হার ৭.১৫ শতাংশ ছিল। কিন্তু ১ ডিসেম্বর তা কমে ৬.৬৯ শতাংশ হয়েছে। গত সপ্তাহে দৈনিক সংক্রমণের হার ৩.৭২ শতাংশ ছিল। অন্যদিকে, শেষ কয়েক সপ্তাহ ধরে ইউরোপীয় দেশগুলিতে ফের করোনা সংক্রমণের হার বাড়তে শুরু করেছে। এছাড়া সম্প্রতি সেরাম ইন্সটিটিউটের ভ্যাকসিন নিয়ে যে জটিলতা দেখা দিয়েছিল, সেই প্রসঙ্গে তিনি জানান, নতুন কোনও ভ্যাকসিন অল্প সময়ে তৈরি করার ক্ষেত্রে মাঝে মধ্যে জটিলতা দেখা দিতেই পারে।
উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় ভারতে ৩১,১১৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। অন্যদিকে, একই সময়ে সুস্থ্য হয়েছেন ৪১,৯৮৫ জন।