বাংলা হান্ট নিউজ ডেস্ক: ফের একবার চাঞ্চল্যকর মন্তব্য করলেন উমরান মালিক। গত বেশ কয়েকদিন ধরে তিনি নিজের গতির পাশাপাশি তাকে নিয়ে করা অন্যান্য তারকাদের মন্তব্য এবং নিজের করা কিছু মন্তব্যের কারণে শিরোনামে রয়েছেন। এরই মধ্যে আরও একটি বিতর্কিত বয়ান দিলেন তিনি। পাকিস্তানের কিংবদন্তি পেস বোলার ওয়াকার ইউনিসকে নিজের আদর্শ মনে করেন না, এই কথা নিজের সাম্প্রতিক সাক্ষাৎকারে সাফ জানিয়ে দিয়েছেন জম্বু কাশ্মীরের পেসার।
সম্প্রতি প্রাক্তন অজি স্পিডস্টার ব্রেট লি, উমরান মালিককে নিয়ে কথা বলার সময় বলেছিলেন যে তরুণ ভারতীয় পেসারের ফাস্ট বোলিং তাকে পাকিস্তানের প্রাক্তন তারকা পেসার ওয়াকার ইউনিসের কথা মনে করিয়ে দেয়। দুজনের বোলিংয়ে তিনি কিছু মিল খুঁজে পেয়েছেন বলে জানিয়েছিলেন ব্রেট লি। কিন্তু উমরান মালিককে সেই প্রশ্ন জিজ্ঞাসা করা হলে তিনি সাফ জবাব দিয়ে বলেছেন, “আমি কখনোই ওয়াকার ইউনিসকে অনুসরণ করিনি। আমার বোলিংয়ের ভঙ্গিটা সহজাত। হ্যাঁ তবে আমি যশপ্রীত বুমরা, মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমারদের নিজের আদর্শ মানতাম। যখন আমি শিখছিলাম আমি তাদের অনুসরণ করতাম।”
এর আগে আর একটি সাক্ষাৎকারে উমরান বলেছিলেন ‘ভবিষ্যতে আমি শোয়েব আখতারের দ্রুততম ডেলিভারির রেকর্ডটি ভাঙার চেষ্টা অবশ্যই করবো। যদি ভগবান চায়, আর আমি নিজের সেরাটা দিতে পারি তাহলে আশা করি রেকর্ডটা ভাঙতে পারব। তবে ১৫০ কিমিতে বল করতে হলে সবার আগে প্রয়োজন শারীরিক সক্ষমতা। আশা করবো যে আমি নিজের ফিটনেস সেই উঁচু পর্যায়ে রাখতে পারব।’ সম্প্রতি একটি প্রেস কনফারেন্সে পাকিস্তানের তারকা পেসার শাহীন আফ্রিদিকে ভারতের উমরান মালিকের গতি নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তখন পাকিস্তানি স্পিডস্টার বলেন, ‘গতি সবকিছু করে না। যদি আপনার বলের লাইন কিংবা সুইংয়ের ওপর নিয়ন্ত্রণ না থাকে, তাহলে গতি অর্থহীন।”
আফ্রিদি যা বলেছেন তাকে ভুল বলতে পারবেন না কেউই। কারণ চলতি আইপিএলে বারবার দেখা গিয়েছে যে উমরান অনেক উইকেট তুললেও বেশ কয়েকবার বিশ্রীভাবে রান বিলিয়েছেন। তার ইকোনমি রেটও বেশ চড়া। আইপিএল শেষ হওয়ার পর এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। সেই সিরিজের ভারতীয় দলে উমরান মালিককে বেছে নেওয়া হয়েছে। জম্মু ও কাশ্মীরের এই গতিদানব ২০২২ সালের আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ১৪ ম্যাচে ২২ উইকেট নিয়েছেন। এখন তিনি জাতীয় দলে সুযোগ পাওয়ায় আনন্দিত সকল ক্রিকেটপ্রেমীরা।