বাংলাহান্ট ডেস্কঃ নরেন্দ্র মোদির (narendra modi) নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই করদাতাদের আর্থিক স্বস্তি দিতে দ্রুত কর বাবদ জমা দেওয়া অতিরিক্ত টাকা ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে। এই ক্ষেত্রে ইতি মধ্যেই জোর কদমে কাজও শুরু হয়ে গিয়েছে আয়কর দপ্তর সূত্রে। কিন্তু সাধারণ মানুষের অসহযোগিতায় সেই কাজকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না বলে খবর আয়কর দপ্তর সূত্রে।
আয়কর দপ্তর জানিয়েছে, প্রক্রিয়া যথাযথ করতে কর দাতাদের মেল করা হয়েছে দপ্তরের তরফে। কিন্তু বেশীর ভাগ করদাতাই সেই মেল কে গ্রাহ্য করেননি। এখনও পর্যন্ত প্রায় ১.৭৪ লাখ করদাতা ইমেলের জবাব দেননি। ফলে তাঁদের রিফান্ড আটকে রয়েছে।
আয়কর দপ্তর জানিয়েছে, রিফান্ডের টাকা পেতে যদি কোনো সমস্যা না হয় সেই জন্যই মেল পাঠানো হয়েছে আয়কর দপ্তরের পক্ষ থেকে। রিফান্ডের টাকা সরাসরি করদাতার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে আয়কর দফতরের কাছে ব্যাঙ্কের যে তথ্য তা মিলছে না আবেদনের সময়ে জমা দেওয়া তথ্য এর সাথে। এই পরিস্থিতিতে ভেরিফিকেশন ইমেল পাঠানো হচ্ছে। যাতে ভুল থেকে থাকলে তা অবিলম্বে অনলাইনে নতুন করে সঠিক তথ্য দিয়ে আবেদন করতে পারে করদাতা। একই সাথে সব তথ্য যে সঠিক তাও জানাতে হবে ইমেলের মারফতেই।
আয়কর দফতর সূত্রে খবর, গত এক সপ্তাহে ১০.২ লাখ করদাতাকে ৪,২৫০ কোটি টাকা রিফান্ড করা হয়েছে।