বাংলাহান্ট ডেস্কঃ উত্তরবঙ্গ সফরে গিয়ে বিজেপিকে তীব্রভাবে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee)। মঙ্গলবার, উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে জলপাইগুড়ি শহরে এবিপিসি মাঠে প্রকাশ্য সভায় বিজেপির বিরুদ্ধে কামান দাগলেন তৃণমূলনেত্রী মমতা ব্যানার্জী।
মমতা ব্যানার্জী সভায় দাঁড়িয়ে এনআরসি-এনপিআর নিয়ে কেন্দ্র সরকারকে কটাক্ষ করে বলেন, ‘এনপিআর সেটা আবার কি? খায় না মাথায় দেয়? আপনাদের আর এনআরসির ধাক্কা খেতে হবে না বিজেপির থেকে। এই এনআরসি ও এনপিআরের পার্থক্য কোথায় বলতে পারেন? পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে কাউকেই বঞ্চিত করা হয়নি। ওদিকে দেখুন, অসম থেকে প্রায় ১৯ লক্ষ বাঙালীর নাম বাতিল করা হয়েছে’।
কেন্দ্র সরকারের বিরুদ্ধে সমস্ত ক্ষোভ উগরে দিয়ে তৃণমূলনেত্রী মমতা ব্যানার্জী বলেন, ‘বাংলায় আগের সরকার কি কাজ করেছে? ভাষণ দিলেই কি সব কাজ হয়ে যায়? আমাদের কাজে কোন ভুল হলে, আমরা তা সংশোধন করে নেব। আর বিজেপিকে দেখুন- ওদের প্রতিশ্রুতি মানেই প্রতারণা। বছরে ২ কোটি চাকরি দেবার কথা ছিল, অ্যাকাউন্টে ১৫ লক্ষ করে টাকা দেওয়ার কথা ছিল, কিছুই কি পেয়ছেন? ওদের তো নোটিফিকেশন জারির পরেও, কিচ্ছুই হয় না। শুধু উল্টো পাল্টা কথা বলবে’।
এখানেই থামলেন না মমতা ব্যানার্জী। প্রকাশ সভায় দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে অভিযোগের সুর চড়িয়ে বললেন, ‘বিজেপি হচ্ছে সবথেকে বড় ডাকাত, মানে চম্বলের ডাকাত। মানুষের সঙ্গে মানুষের ভাগাভাগি করছে। ৬ বছর তো হয়ে গেল দিল্লী সরকারের। বিজেপি কুৎসা ও হিংসার ধর্ম তৈরি করছে, হিন্দুত্ব নয়’।