ভারতীয় দলে বুমরার সময় শেষ! এই ঘাতক পেসারকে নেতৃত্বে রেখে বিশ্বকাপের ছক কষছেন দ্রাবিড়

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গত আগস্ট মাস থেকেই ভারতীয় দলে (Team India) সম্পূর্ণ অনুপস্থিত যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। পিঠের চোটের সমস্যা কাটিয়ে উঠতে পারছেন না তিনি। মাঝে সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (India vs Australia) একটি টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি। কিন্তু তারপর ফের পরিস্থিতি একইরকম হয়ে যায়। আশঙ্কা করা হয়েছিল চলতি বছরের শুরুর দিকে তিনি মাঠে ফিরতে পারবেন। কিন্তু তেমনটা হয়নি। এমনকি কবে যে তিনি মাঠে ফিরবেন সেই নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গিয়েছে।

তাকে ছাড়াই ভারতীয় দল একের পর এক গুরুত্বপূর্ণ সিরিজ এবং টুর্নামেন্ট খেলে চলেছে। এখন আর তার অভাব অতটা অনুভব করে না ভারত। কিন্তু তার মতো তারকা এবং বিশ্বমানের বোলারকে ছাড়া কি ভারত ওডিআই বিশ্বকাপে নামার কথা ভাববে? কিন্তু এক্ষেত্রে একটা বড় প্রশ্ন উঠে যায় এই নিয়ে যে চোটের পরেও কি বল হাতে অতটাই ভয়ঙ্কর থাকবেন বুমরা?

   

এই প্রশ্নের কোনও সঠিক উত্তর এখনই পাওয়া সম্ভব নয়। চোট সারিয়ে তিনি যখনই ফিরুক না কেন তাকে অন্তত একটি ওডিআই সিরিজ খেলার সুযোগ দেবেন রোহিত শর্মা ও রাহুল দ্রাবিড়, এমনটাই আশঙ্কা করা যায়। কিন্তু তিনি যদি নিজের যোগ্যতা প্রমাণে ব্যর্থ হন তাহলে হয়তো তাকে ছাড়াই ঘরের মাঠে বিশ্বকাপ খেলতে নামবে ভারত।

bumrah t 20

এখন প্রশ্ন ওঠে এইরকম পরিস্থিতিতে তার অনুপস্থিতিতে বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে ভারতীয় বোলিংকে নেতৃত্ব দেবেন কে? এখানেই উঠে আসে মহম্মদ সিরাজের কথা। গত এক বছর ধরে দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়েছেন তিনি। চলতি আইপিএলেও তিনি অসাধারণ ছন্দে রয়েছেন। সাম্প্রতিক শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে তিনি বল হাতে সফল হয়েছিলেন। ঘরের মাটিতে বিশ্বকাপে তিনিই হয়তো ভারতের পেস আক্রমণের প্রধান মুখ হবেন।

মহম্মদ শামি তার সঙ্গে জুটি বাঁধবেন এমনটা আশঙ্কা করা যায়। তিনিও যথেষ্ট যোগ্য ফাস্ট বোলার, কিন্তু মহম্মদ সিরাজের একটি ব্যাপার তাকে কিছুটা এগিয়ে রাখছে বর্তমানে ওডিআই ফরম্যাটে। নতুন বল হাতে তার উইকেট তোলার ক্ষমতা তাকে বাড়তি অ্যাডভান্টেজ দেয় এই বিষয়ে। বিশ্বের বাকি সমস্ত বোলারকে এই একটি বিশেষ ক্ষেত্রে গত দুই বছরে পেছনে ফেলে দিয়েছেন সিরাজ। বিশ্বকাপেও তিনি নিজের সাম্প্রতিক ছন্দ ধরে রাখবেন, এমনটাই চাইবে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর