মমতার লক্ষ্মীর ভাণ্ডার অতীত! এবার ২৫,০০০ টাকা দেবেন সায়ন্তিকা! শুধু করতে হবে এই কাজ

বাংলা হান্ট ডেস্কঃ বর্তমানে গোটা দেশে এমন বেশ কিছু প্রকল্প চলছে যেখানে আবেদন করলে আর্থিক সাহায্য পাওয়া যায়। কেন্দ্র থেকে শুরু করে রাজ্য সরকার, জনগণের সুবিধার্থে এমন একাধিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উদাহরণ হিসেবে যেমন পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের (Lakshmir Bhandar) কথা বলা যেতে পারে।

লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) অতীত! এবার বড় ঘোষণা সায়ন্তিকার

এই মুহূর্তে রাজ্য সরকারের জনপ্রিয়তম প্রকল্পগুলির মধ্যে একটি হল লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar)। এই প্রকল্পে বাংলার মহিলারা ১০০০ এবং ১২০০ টাকা করে পেয়ে থাকেন। যার ফলে সুরাহা হয়েছে অনেকের। তবে এবার এসব অতীত! কারণ বরানগরের তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ২৫,০০০ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন।

সদ্য বরানগর বিধানসভা উপনির্বাচনে জয়ী হয়েছেন এই অভিনেত্রী। এরপর দীর্ঘ জটিলতা শেষে শপথ গ্রহণ করেছেন। এবার সেই সায়ন্তিকাই (Sayantika Banerjee) ২৫,০০০ টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন। যদিও তার জন্য করতে হবে একটি কাজ।

আরও পড়ুনঃ রাতের ঘুম উড়ল শিক্ষকদের! ফের রাজ্যে চাকরি বাতিল? শিক্ষা সংসদের এক বিজ্ঞপ্তিতে তোলপাড়!

সম্প্রতি সবুজায়নের ওপর জোর দেওয়ার বার্তা দিতে দেখা গিয়েছে বরানগরের তৃণমূল বিধায়ককে। গাছ বাঁচালেই ২৫,০০০ টাকা অবধি দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। ইতিমধ্যেই বরানগরের তিনটি ক্লাবের হাতে ২৫,০০০ টাকার পুরস্কারও তুলে দিয়েছেন তিনি।

সায়ন্তিকা বলেন, সারা বছর গাছের যথাযথ পরিচর্যা করলেন পুরস্কার দেওয়া হবে। শনিবার বরানগর বিধানসভার অধীন ক্লাবগুলিকে ৫টি করে গাছ প্রদান করা হবে। ১২ মাস পর বৃক্ষ বিষয়ক বিশেষজ্ঞের মাধ্যমে ওই গাছগুলির অবস্থা খতিয়ে দেখা হবে এবং পরিচর্যার ওপর ভিত্তি করে সেরা তিনটি ক্লাবের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

Sayantika Banerjee

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই প্রসঙ্গে তৃণমূল বিধায়ক বলেন, ‘উষ্ণতা যেভাবে বৃদ্ধি পাচ্ছে, পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, তা খুবই উদ্বেগের। সেই জন্য আমরা সবুজায়নের এই উদ্যোগ নিয়েছি। প্রত্যেকটি ওয়ার্ড এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে। আমরা প্রত্যেকটি ক্লাবকে ৫টি করে গাছ দিচ্ছি। স্কুল, কলেজ, আবাসন দরকার বুঝে যেখানে ইচ্ছা গাছ লাগানো যেতে পারে। এক বছর পর ইনস্পেকশন করা হবে। যারা সবচেয়ে ভালো পরিচর্যা করবেন, রক্ষণাবেক্ষণ করবেন তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর