শুধুমাত্র চ্যাপেল একাই নন অন্যরাও সামিল ছিল, বিস্ফোরক সৌরভ গাঙ্গুলি।

2008 সালে ভারতীয় ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। 2008 সালে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। তার ঠিক 12 বছর পর ফের স্বমহিমায় তিনি ফিরে এলেন ভারতের ক্রিকেটে তবে এবার ক্রিকেটার হিসাবে নয় সরাসরি বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবে আত্মপ্রকাশ ঘটে ভারতের সর্বকালের সেরা অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর। তবে এই সাফল্যের মধ্যেও সৌরভ গাঙ্গুলীর স্মৃতিতে বারবার ভেসে ওঠে 2005 সালে চক্রান্ত করে তার অধিনায়কত্ব কেড়ে নেওয়ার দিনগুলি।

ফের সেই স্মৃতি উস্কে দিয়ে মুখ খুললেন মহারাজ। সৌরভ গাঙ্গুলী জানিয়েছেন 2005 সালে চক্রান্ত করে আমার কাছ থেকে ভারতীয় দলের অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়েছিল। সেটাই আমার জীবনের অর্থাৎ ক্যারিয়ারের অন্যতম সেরা ধাক্কা। তিনি জানান সেই সময় আমি জিম্বাবোয়ে থেকে সবে মাত্র সিরিজ জিতে ফিরেছি আর তারপরেই আমাকে বরখাস্ত করা হল অধিনায়কত্ব থেকে।

   

57526588b0c3ca5af382bbff66338002e61b1ae12e6936412cfe50b22482307d25a137d1

সৌরভ গাঙ্গুলী জানান 2003 সালে আমার নেতৃত্বে ভারতীয় দল বিশ্বকাপ ফাইনালে উঠেছিল। তারপর দীর্ঘ কয়েক বছর ধরে দুর্দান্ত খেলছিলো এই দলটি, ঘরের মাঠে হোক কিংবা বিদেশে সব জায়গাতেই ভালো
পারফরম্যান্স করছিল। আর সেই কারণে 2007 বিশ্বকাপ নিয়েও আমার পরিকল্পনা তৈরি ছিল কিন্তু সেই সময় হঠাৎ আমাকে নেতৃত্ব থেকে সরিয়ে দিয়ে সবকিছু ওলট-পালট করে দিয়েছিল। আমাকে নেতৃত্ব থেকে সরানোর পিছনে আজি কোচ গ্রেট চ্যাপেলের বিসিসিআইকে করা গোপন মেল-তো আছেন কিন্তু একজন বিদেশি কোচ কখনই আমাকে নেতৃত্ব থেকে সরাতে পারতেন না যদি সেই সময় আমার দলের বেশ কয়েকজন সতীর্থ তাকে সমর্থন না করতেন। দাদা জানান আমার দলের অনেকেই আমাকে পেছন থেকে ছুরি মেরেছিল। তারা সরাসরি চ্যাপেলকে সমর্থন করেছিল এবং আমাকে অধিনায়কত্ব থেকে সরাতে সাহায্য করেছিল। তবে আমি ভেঙে পড়িনি, আমি আত্মবিশ্বাসী ছিলাম এবং ঘুরে দাঁড়িয়ে ছিলাম।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর