বহুমূল্যের সরকারি উপহার ট্যাঁকে ভরতেন অনেকেই! দায়ি শুধু ইমরান খান? তোষাখানা কাণ্ডে উত্তাল পাকিস্তান

বাংলা হান্ট ডেস্ক : তোষাখানা কান্ড নিয়ে তুলকালাম পাকিস্তান। প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan) যে কোনও মুহুর্তে গ্রেফতার হতে পারতেন। তবে আপাতত স্বস্তি মিলেছে তাঁর। এখুনিই গ্রেফতারির পরিস্থিতি সৃষ্টি হবে না বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। কিন্তু এটই মধ্যে প্রকাশ্যে আসছে চাঞ্চল্যকর তথ্য। জানা যাচ্ছে, শুধু ইমরান নন, এই দোষে দোষী ছিলেন পাকিস্তানের (Pakistan) প্রাক্তন প্রাক্তন প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতিরাও।

শুধুমাত্র ইমরান খান নন, পাকিস্তান সরকারের প্রাপ্য বহুমূল্যের উপহার নিজেদের কাছে রেখে দেওয়ার অভ্যাস অনেকেরই ছিল। সেই তালিকায় রয়েছে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, যিনি আবার বর্তমান প্রধানমন্ত্রী শহবাজ শরিফের দাদা। সঙ্গে এই তালিকায় রয়েছে আসিফ আলি জারদারির নামও। এই খবর সামনে আনেন শহবাজ শরিফ নিজেই। জানা যাচ্ছে, পাক প্রধানমন্ত্রী এই সলক্রান্ত একটি ৪৬৬ পাতার নথি প্রকাশ করেন। ওই নথি থেকেই পাওয়া যায় সমস্ত তথ্য।

   

তোষাখানা কাণ্ডের তালিকায় নাম রয়েছে প্রাক্তন প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ, প্রাক্তন প্রধানমন্ত্রী সৌকত আজিজ, ইউসুফ রাজা গিলানি। নওয়াজ শরিফ, রাজা পারভেজ আশরাফ, ইমরান খান প্রমুখ। এই তালিকায় উল্লেখ রয়েছে বর্তমান প্রধানমন্ত্রী শহবাজ শরিফ এবং রাষ্ট্রপতি আরিফ আলভি কী কী উপহার পেয়েছেন।

Untitled design 2022 06 29T191620.138

এই নথি আরও বলা হয়েছে কোন বছর মোট কতগুলি উপহার পাকিস্তান পেয়েছে? নথি অনুসারে, ২০২২ সালে ২২৪, ২০২১ সালে ১১৬, ২০১৮ সালে ১৭৫, ২০১৪ সালে ৯১, ২০১৫ সালে ১৭৭ টি উপহার পেয়েছেন পাকিস্তানের শীর্ষ নেতৃত্ব।

২০০৪ সালে মুশাররফ ৬৫ লক্ষ টাকা দামের একটি উপহার পান। ২০০৫ সালে ৫ হাজার টাকা দামের একটি ঘড়ি উপহার পান তিনি। এছাড়া ২০০৭ সালের ৩১ জানুয়ারি ১৪ লক্ষ টাকা দামের একটি উপহারও পান তিনি। ২০০৬ সালের ৬ এপ্রিল ১৬.৫ লক্ষ টাকা মূল্যের একটি উপহারের কথা বলা হয়েছ।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর