পাকিস্তানের হারে সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা, শুধু ভারত নয় নাচলো আফগানিস্তান, বেলুচিস্তানও

বাংলা হান্ট ডেস্কঃ বৃহস্পতিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পাকিস্তানের অশ্বমেধের ঘোড়া রুখে দিয়েছে অজি বাহিনী। প্রথমে ব্যাট করে দুবাইতে অস্ট্রেলিয়ার সামনে 177 রানের লক্ষ্যমাত্রা রেখেছিল পাকিস্তান। কিন্তু ওয়ার্নার, স্টয়নিস এবং ওয়েডের দৌলতে এক ওভার বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া ফাইনালে পৌঁছাবার পর স্বাভাবিকভাবেই সেলিব্রেশন হওয়ার কথা ছিল সিডনি কিম্বা ব্রিসবেনে। কিন্তু একইরকম সেলিব্রেশন দেখা গেল ভারতেও।

আসলে দুবাইতে ভারতকে হারিয়ে এবারের বিশ্বকাপে নিজেদের সফর শুরু করেছিল পাকিস্তান। তারপর থেকে একটি ম্যাচেই হারতে হয়নি বাবর বাহিনীকে। ভারতের এই লজ্জাজনক হারে মনোকষ্টে ভুগছিলেন ভারতীয় সমর্থকরা। আর তাই বৃহস্পতিবার পাকবাহিনী ফাইনালে পৌঁছাতে ব্যর্থ হতেই সেলিব্রেশন শুরু হয় সোশ্যাল মিডিয়া জুড়ে। এই মওকায় অনেকেই যেমন ফাটান পটকা এবং বাজি, তেমন অনেকেই সোশ্যাল মিডিয়ায় নানাধরনের মিম তৈরি করে হাসাহাসি শুরু করেন। কেউ কেউ যেমন লেখেন পাকিস্তান আছে পাকিস্তানেই, কেউ কেউ আবার লেখেন, বহুদিন পর ফের একবার পুরনো অস্ট্রেলিয়ার ঝলক দেখা গেল। জাতীয় দলের জার্সি গায়ে পড়লেই অস্ট্রেলিয়ানদের খেলা বদলে যায়।

 

Iবাদ যাননি রাজনৈতিক নেতারাও, একদিকে যেমন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লেখেন, ”পাকিস্তানকে হারানোর জন্য অস্ট্রেলিয়ার ক্রিকেট দলকে আন্তরিক শুভেচ্ছা। আমার নন্দীগ্রাম বিধানসভার মানুষও গোটা দেশের পাশাপাশি পাকিস্তানের এই হার উদযাপন করছে। আজ বাজি পোড়ানো বন্ধ হবে না। আমাদের শত্রুদের হারানোর জন্য ধন্যবাদ।” তেমনি আবার বাজি ফাটানোর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তৃণমূল যুবনেতা দেবাংশু ভট্টাচার্যও।

https://twitter.com/Trendulkar/status/1458851498620702726?t=R0fUDsqRGqRt2JYJEB7HLg&s=19

জানিয়ে রাখি শুধুমাত্র ভারতেই নয় বাজি ফাটানো হয়েছে বেলুচিস্তান এবং আফগানিস্তানেও। এমনকি তার সঙ্গে সকলেই মেতে উঠেছেন উদ্দাম নৃত্যে। এই ঘটনার কথা নিজেই টুইট করে জানিয়েছিলেন এক আফগান সাংবাদিক। তিনি লিখেছেন,‘ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানের বিব্রতকর হারের পর খোস্তে আফগানরা (নাচছেন)। এটাই হল আফগান ঘরানা। সঙ্গে আছে আটান (ঐতিহ্যবাহী নৃত্য)।’ একই সঙ্গে তার কথার প্রমাণ হিসেবে একটি ভিডিও-ও শেয়ার করেন তিনি।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর