জন্মও দেননি নিজে, দেখভালও করেননা প্রিয়াঙ্কা, মালতীকে স্নান করানো থেকে ডায়াপার বদলানো সব করেন নিক!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: মালতী মেরি চোপড়া জোনাস (Malti Marie Chopra Jonas), প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) ও নিক জোনাসের (Nick Jonas) একরত্তি মেয়েকে নিয়ে যেমন কৌতূহল আমজনতার, তেমনি খুদের নাম নিয়েও কম ট্রোল হয়নি। কিন্তু কোনো নেতিবাচকতাকেই পাত্তা দেননি প্রিয়াঙ্কা। যথেষ্ট ভেবেচিন্তেই মেয়ের নাম রেখেছেন তিনি। বড় নাম ছোট করে ‘এম এম’ বলে ডাকেন তাঁরা মেয়েকে।

মালতী হল এক ধরনের ফুলের নাম। উল্লেখ‍্য, প্রিয়াঙ্কার মায়ের নাম মধুমালতী। তাই মায়ের নামেই নিজের মেয়ের নাম রেখেছেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কার মা বলেন, তিনি নিজেকে ভাগ‍্যবতী মনে করেন যে তাঁর নামে নাতনির নাম রাখা হয়েছে।


তিনি আরো জানান, তাঁদের প্রথা মতো ঠাকুরদাকে নাতনির কানে কানে নাম এব‌ং জ্ঞান বুদ্ধির কিছু কথা বলতে হয়। প্রিয়াঙ্কার সঙ্গে বিয়ের পর ভারতীয় আদব কায়দায় অভ‍্যস্ত হয়ে উঠেছেন নিক সহ তাঁর গোটা পরিবার। তাই প্রথা মেনে এই নিয়মটাও পালন করেছেন নিকের বাবা অর্থাৎ অভিনেত্রীর শ্বশুর।

সারোগেসির মাধ‍্যমে মা হয়েছেন প্রিয়াঙ্কা। চল্লিশের কোঠায় বয়স, তাই আর ঝুঁকি নিতে চাননি। উপরন্তু তাঁর হাতে এখন হাজারো কাজ। ফিগার নষ্ট হওয়ার ভয়ে সোজা পথটাই বেছেছেন অভিনেত্রী। কিন্তু কতটা ভাল মা হতে পেরেছেন তিনি? মালতীকে দেখাশোনার দায়িত্ব কার উপরে?


এ বিষয়ে জামাইয়ের পক্ষে মধু। রাখঢাক না করেই তিনি জানান, নিক মেয়ের সমস্ত কাজ করে। স্নান করানো থেকে ডায়াপার বদলানো সব। আর দিদা ম‍্যাসাজ করে দেন খুদে নাতনির হাত পা। মেয়ে জামাই দুজনেই আন্তর্জাতিক তারকা। লাইমলাইট তাঁদের উপরেই থাকে সবসময়। কিন্তু প্রিয়াঙ্কাকে তাঁর মা পরামর্শ দিয়েছেন, প্রথম কয়েক বছরে সন্তানকে গ্ল‍্যামার থেকে দূরে রাখবে। আধুনিক মা দের মতো হাতে যেন মোবাইল না ধরানো হয়। তাহলেই ছোট বেলায় চোখ খারাপ হবে।

মালতীর ছবি সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করলেও এখনো মেয়ের মুখ দেখাননি নিক প্রিয়াঙ্কা। কবে দেখা মিলবে খুদে তারকার? দিদা মধু চোপড়া জানান, সম্ভবত মালতীর প্রথম জন্মদিন অর্থাৎ আগামী বছর জানুয়ারিতেই তার মুখ প্রকাশ‍্যে আনা হবে।

সম্পর্কিত খবর

X