রণবীর বাদ, আলিয়ার প্রাণের সঙ্গী অন‍্য কেউ!

বাংলাহান্ট ডেস্ক: রণবীর কাপুর ও আলিয়া ভাটের প্রেম এখন বিটাউনে সবথেকে হট টপিক। প্রায়ই দু’জনকে একসঙ্গে দেখা যায়। দুই পরিবারের মধ্যে সম্পর্কও বেশ ভালো। এমনকি রণবীরের পরিবারের সঙ্গে দেখা করতে তাঁর সঙ্গে বিদেশেও পাড়ি দিয়েছিলেন আলিয়া। সম্প্রতি তাদের বিয়ে নিয়ে বেশ গুঞ্জন শোনা যাচ্ছে বলি পাড়ায়।
কিন্তু জানেন কি রণবীর ছাড়াও আলিয়ার মনে রয়েছে অন্য কেউ যাকে ছাড়া সময় কাটতে চায় না আলিয়ার? কিন্তু কে তিনি? অবশেষে তার পরিচয় ফাঁস করলেন অভিনেত্রী নিজেই। সোশ্যাল মিডিয়ায় প্রাণের সঙ্গীর সঙ্গে ছবি শেয়ার করেছেন তিনি।

https://www.instagram.com/p/B5wu1KxnU88/?igshid=1dubcf884itdt

আসলে তিনি হলেন আলিয়ার পোষ্য বিড়াল। অনেকেই হয়তো জানেন না বিড়াল আলিয়া খুব পছন্দ করেন। অভিনয়ের ফাঁকে তার সঙ্গেই সময় কেটে যায় আলিয়ার। বলাবাহুল্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার সঙ্গে সঙ্গেই ছবিটি ভাইরাল হয়ে গিয়েছে।
করণ জোহর পরিচালিত ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক আলিয়ার। জানা যায় অডিশনে গান চালিয়ে দিয়ে আলিয়া কে নাচতে বলেছিলেন করণ। অভিনেত্রীর প্রাণবন্ত নাচ দেখেই তাঁকে নিজের ছবির জন্য মনোনীত করে ফেলেন পরিচালক। ‘স্টুডেন্ট অফ দ্যা ইয়ার’ ছবিটি বেশ সাফল্য কুড়িয়েছিল বক্সঅফিসে। তারপর একে একে ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’, ‘শানদার’, ‘রাজি’, ‘গালি বয়’ সহ বেশ কিছু জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন আলিয়া ভাট।

images 8 7
সম্প্রতি জানা গিয়েছে ছোট থেকেই রণবীরের বড় ভক্ত ছিলেন আলিয়া। বড় হয়ে তার সঙ্গেই সম্পর্কে জড়িয়েছেন তিনি। কিছুদিন আগেই মুখ ফসকে দীপিকা পাড়ুকোন বলে ফেলেছিলেন আলিয়া রণবীরের বিয়ের কথা। তার পরেই অবশ্য সামাল দিয়ে দেন তিনি। তবে রণবীর-আলিয়া কেউই এই বিষয়ে এখনো পর্যন্ত মুখ খোলেননি। তাঁদের দুজনকে একসঙ্গে দেখা যাবে আগামী ছবি ‘ব্রহ্মাস্ত্র’তে।

Niranjana Nag

সম্পর্কিত খবর