বাংলাহান্ট ডেস্ক : বলিউডে নামীদামী ব্যক্তিত্বদের প্রসঙ্গ উঠলে সবার আগে তিন খানের কথাই মনে আসে। ইন্ডাস্ট্রির ধনী ব্যক্তিদের তালিকাতেও নাম রয়েছে তাঁদের। কিন্তু যারা মনে করতেন, বলিউডের সর্বাধিক সম্পত্তি এই তিন খানের (Shahrukh Khan) কাছেই রয়েছে, তাদের ভুল প্রমাণিত করল ফোর্বসের ধনকুবেরদের তালিকা। সদ্য গোটা বিশ্বের সর্বাধিক ধনী ব্যক্তিদের একটি তালিকা সামনে এনেছে ফোর্বস। আর সেখান থেকেই জানা গেল বলিউড ইন্ডাস্ট্রির ধনীতম ব্যক্তিটির নাম।
বলিউডের (Shahrukh Khan) ধনীতম ব্যক্তি হলেন ইনিই
শাহরুখ (Shahrukh Khan), সলমন, আমির তিন খানই বলিউডের সর্বাধিক চর্চিত নাম। তাঁদের সম্পত্তির পরিমাণও যে নেহাত কম নয় তা জানেন সকলেই। কিন্তু তবুও ইন্ডাস্ট্রির সবথেকে ধনী ব্যক্তির ধারেকাছেও আসতে পারেননি তাঁরা। এমনকি তিন খানের মিলিত সম্পত্তির পরিমাণের থেকেও ওই ব্যক্তির মোট সম্পত্তির অঙ্ক বেশি। ফোর্বসের যে তালিকা প্রকাশিত হয়েছে, সেখানে মোট ৩০২৮ জন ধনকুবেরের নাম রয়েছে। তাঁদের মধ্যে ভারত থেকে রয়েছেন ২০৫ জন। আর এঁদের মধ্যেই অন্যতম নাম রনি স্ক্রুওয়ালা, বলিউডের ধনীতম ব্যক্তি।
কত সম্পত্তি রয়েছে: ফোর্বসের তরফে পাওয়া তথ্য বলছে, রনি স্ক্রুওয়ালার মোট সম্পত্তির পরিমাণ ১.৫ বিলিয়ন ডলার। সেখানে শাহরুখ খানের (Shahrukh Khan) সম্পত্তির পরিমাণ ৭৭০ মিলিয়ন ডলার। অন্যদিকে সলমন এবং আমিরের কাছে রয়েছে যথাক্রমে ৩৯০ এবং ২২০ মিলিয়ন ডলার। এই তিন অভিনেতার সম্পত্তি মিলিয়ে দাঁড়াচ্ছে ১.৩৮ বিলিয়ন ডলার। তাও ছাপিয়ে গিয়েছেন রনি। হিন্দি সিনে জগৎ থেকে একমাত্র তাঁরই সম্পত্তির পরিমাণ রয়েছে বিলিয়নে। এছাড়াও কোটিপতিদের মধ্যে রয়েছেন গুলশন কুমার এবং আদিত্য চোপড়া। দুজনের সম্পত্তির পরিমাণ যথাক্রমে ৯০০ মিলিয়ন ডলার এবং ৮০০ মিলিয়ন ডলার।
আরো পড়ুন : আদানি আগেই আউট! এবার বিশ্বের সেরা দশ ধনকুবেরের তালিকা থেকে বাদ পড়লেন আম্বানিও
কে এই ব্যক্তি: রনি স্ক্রুওয়ালার উত্থান কোনো সিনেমার গল্পের থেকে কম কিছু না। জানলে অবাক হবেন, তাঁর শুরুটা হয়েছিল টুথব্রাশ বিক্রি করে। সত্তরের দশকে টুথব্রাশ তৈরির ব্যবসা ছিল তাঁর। ১৯৯০ তে ইউটিভি লঞ্চ করেন তিনি, পরবর্তীতে যার নাম হয় ইউটিভি মোশন পিকচার্স। তারপর থেকে আর ঘুরে তাকাতে হয়নি তাঁকে। পরবর্তী দুই দশকে স্বদেশ, রঙ দে বসন্তি, যোধা আকবর, ফ্যাশন, ডেলি বেলি, বরফির মতো ছবি এবং শাকালাকা বুম বুম, হিপ হিপ হুররে, খিচড়ি, শারারাত এর মতো আইকনিক টিভি শো-ও প্রযোজনা করেছে এই সংস্থা।
আরো পড়ুন : মাটি ছুঁতেই দাউদাউ করে আগুন, ফের ভেঙে পড়ল বায়ুসেনার বিমান! ঘটনাস্থলেই মৃত পাইলট
২০১২ সালে ডিজনির কাছে ইউটিভি বিক্রি করে ভারতে ডিজনির ইউনিটের ম্যানেজিং ডিরেক্টর হয়ে বসেন। পাশাপাশি আরো কিছু ফার্মও চালু করেছেন রনি স্ক্রুওয়ালা। এছাড়াও স্ত্রী জারিনার সঙ্গে মিলে ‘স্বদেশ ফাউন্ডেশন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থাও চালান রনি স্ক্রুওয়ালা।