বাংলাহান্ট ডেস্ক: বাংলা হোক বা হিন্দি কিংবা তেলুগু, তামিল। যেকোনো ভাষার ছবিই হিট (Hit) ফ্লপ ঠিক হয় ছবির ব্যবসার (Business) অঙ্কের নিরিখে। বাজেটের তুলনায় যে ছবি যত লাভ বা ক্ষতি করবে সেই হিসেবে ঠিক হবে ছবিটি হিট হল নাকি সুপারহিট, ব্লকবাস্টার হিট নাকি ফ্লপ। এখন বলিউড থেকে দক্ষিণী বেশিরভাগ ছবিই হিট গণ্য করা হয় ১০০ কোটি টাকার ব্যবসা করলে। ছবির বিপুল বাজেটের কথা মাথায় রেখে অন্তত ১০০ কোটির ব্যবসা না করলে সেই ছবি ফ্লপ বলেই ধরা হয়।
বলিউডের ‘খান’দান অর্থাৎ শাহরুখ খান (Shahrukh Khan), সলমন খান (Salman Khan), আমির খান এবং অক্ষয় কুমারের মতো অভিনেতারা সাধারণত ১০০ কোটি ক্লাবের সদস্য থেকেছেন বরাবর। এখন পরিস্থিতি খারাপ হলেও এক সময়ে ২০০-৩০০ কোটিরও ব্যবসা করেছে এঁদের ছবি। কিন্তু কখনো ভেবে দেখেছেন, ভারতে প্রথম কোন ছবি ১০০ কোটি টাকার ব্যবসা করেছিল?
নাহ, সেই কৃতিত্ব কিন্তু তিন খান বা অক্ষয় কারোরই নয়। এই রেকর্ড গড়েছিলেন বাঙালি মেগাস্টার মিঠুন চক্রবর্তী। সে সময়ে এত ৫০ কোটি, ১০০ কোটির ক্লাবের রমরমা ছিল না। তখন ছবি হিট ফ্লপ বিচার হত হলে টিকে থাকার দিন দেখে। ২৫ সপ্তাহ, ৫০ সপ্তাহ, ৭৫ সপ্তাহ ধরে চলত বেশ কিছু ছবি। তবে মিঠুনের একটি ছবি শোরগোল ফেলে দিয়েছিল ভারতীয় সিনেমা জগতে।
‘ডিস্কো ডান্সার’, আজ থেকে প্রায় তিন দশক আগে মুক্তি প্রাপ্ত এই ছবিই প্রথম ১০০ কোটি টাকার ব্যবসা করেছিল। মিঠুনের জীবনে সবথেকে বড় ব্রেক ছিল এই ছবি। একটি সিনেমাতেই মহিলা থেকে পুরুষ মহলেও চাঞ্চল্য ফেলে দিয়েছিলেন তিনি। হু হু করে বেড়েছিল ছবির ব্যবসা।
গোটা বিশ্বে ১০০ কোটি টাকার ব্যবসা করেছিল ‘ডিস্কো ডান্সার’। বিশেষ করে রাশিয়ায় মিঠুনের জনপ্রিয়তা ছুঁয়েছিল আকাশের উচ্চতা। সেখানকার বক্স অফিসেই প্রায় ৯০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছিল এই ছবি। ডিস্কো ডান্সার এর পর ভারত দ্বিতীয় ১০০ কোটির ছবি পেল আবার ১২ বছর পর। ১৯৯৪ এ মুক্তিপ্রাপ্ত সলমন খান মাধুরী দীক্ষিত অভিনীত ‘হাম আপকে হ্যায় কৌন’ ফের বক্স অফিসে ১০০ কোটি তুলতে সক্ষম হয়েছিল।