শুভশ্রীর থেকে কম যান না, রাজের প্রথম স্ত্রীর আসল পরিচয় জানেন?

Published On:

বাংলাহান্ট ডেস্ক: পরিচালক এবং অভিনেত্রীর মধ্যে সম্পর্ক স্থাপন নতুন কথা নয়। একসঙ্গে কাজ করতে গিয়ে অনেক সময়ই বিশেষ বন্ধন গড়ে ওঠে তাঁদের মধ্যে। কখনও তা বিয়ের পিঁড়িতে পরিণতি পায়, কখনো পায় না। তবে রাজ চক্রবর্তী (Raj Chakraborty) এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhashree Ganguly) ক্ষেত্রে এমনটা হয়নি। চুটিয়ে প্রেম করার পর সাত পাকে বাঁধা পড়েন দুজনে।

তবে জানলে অবাক হবেন, রাজের জীবনে কিন্তু শুভশ্রী একা নারী ছিলেন না। অতীতেও একবার বিয়ে করেছিলেন পরিচালক। কিন্তু বেশিদিন টেকেনি সে সম্পর্ক। বিচ্ছেদের ১২ বছর পর ফের বিয়ে করেন রাজ। এবার টলি সুন্দরী শুভশ্রীর সঙ্গে।

হ্যাঁ, বেশ কিছু সংবাদ মাধ্যম সূত্রে খবর, রাজের নাকি আগে একবার বিয়ে হয়েছিল। কে ছিলেন তাঁর প্রথম স্ত্রী। বিভিন্ন সূত্র বলে, পরিচালকের প্রথম স্ত্রীর নাম শতাব্দী মিত্র। শুভশ্রীর মতো তাঁর সঙ্গেও এই ইন্ডাস্ট্রি সূত্রেই আলাপ হয় রাজের। তবে তাঁর পেশা কী ছিল তা জানা যায়নি। জানা যায়, ২০০৬ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দুজনে। কিন্তু ২০১১ সালে আলাদা হয়ে যান তাঁরা।

কেন বিচ্ছেদ হয়েছিল তাঁদের সেটা অবশ্য জানা যায়নি। তবে রাজের প্রথম স্ত্রীকে নিয়ে তেমন চর্চা হয় না। এরপরে ইন্ডাস্ট্রির একাধিক অভিনেত্রীর সঙ্গে পরিচালকের সম্পর্কে জড়ানোর খবর পাওয়া গিয়েছিল। কিন্তু শেষমেষ রাজের রানী হওয়ার সুযোগ হয় শুভশ্রীরই। ২০১৮ সালে বিয়ে করেন দুজনে।

স্ত্রীকে কার্যত চোখে হারান রাজ। প্রকাশ্যেই দুজনের আদুরে মুহূর্ত ক্যামেরাবন্দি হয়েছে বহুবার। তিন বছর আগে তাঁদের জীবনে এসেছে একরত্তি ইউভান। পরিবারটা সম্পূর্ণ হয়েছে রাজশ্রীর। কিছুদিন আগেই ছেলের নামে ট্যাটু করিয়ে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন রাজ।

ইচ্ছা থাকলেও ইউভানকে সবসময় চোখের সামনে দেখতে পান না রাজ। কর্মসূত্রে মাঝে মধ্যেই বাইরে বাইরে কাটাতে হয় তাঁকে। তাই ছেলেকে সবসময় নিজের সঙ্গে জুড়ে রাখার এই অভিনব উপায় বের করেছেন রাজ। নিজের হাতের উপরে ইউভানের পায়ের ছাপ এঁকে তার উপরে ছেলের নাম ইংরেজিতে ট্যাটু করিয়েছেন তিনি।

X