জিন্স প্যান্ট পরতে বারণ করাই হল কাল! স্বামীকে কুপিয়ে খুন করল ‘মডার্ন” স্ত্রী

বাংলাহান্ট ডেস্ক : ফের একবার মর্মান্তিক গৃহ কোন্দলের সাক্ষী হয়ে রইল ঝাড়খন্ড। জিন্স প্যান্ট পরতে বারণ করায় স্বামীকে কুপিয়ে খুন করলেন স্ত্রী। এইরকম ভয়ংকর ঘটনায় রীতিমতো হতবাক আদিবাসী সমাজ।

ঘটনাটি ঘটেছে ঝাড়খন্ডের জামতাড়া থানার জোরভিটা গ্রামে। এই গ্রামেরই বাসিন্দা আদিবাসী যুবক আন্দোলন টুডু। চার মাস আগে তার সাথে বিয়ে হয় পুষ্পা হেমব্রমের। শহরের মানসিকতায় বড় হওয়া পুষ্পা চিরকাল জিন্স প্যান্ট আর শার্ট পরতেই স্বচ্ছন্দবোধ করত। কিন্তু তার স্বামী রক্ষণশীল সমাজে বসবাস করায় স্ত্রী পুষ্পার এই ধরনের পোশাক মেনে নিতে পারেনি। তাই সে তার স্ত্রীকে জিন্স প্যান্ট পরতে বারণ করেছিল। এরপর তাই নিয়ে শুরু হয় অশান্তি।

মৃত আন্দোলন টুডুর বাবা কর্নেশ্বর টুডু জানিয়েছেন, “বউ জিন্স প্যান্ট পরুক তা পছন্দ করতেন না ছেলে। তাই বহুবার স্ত্রীকে এই ধরনের পোশাক পরতে বারণ করেছিল। ছেলে চাইত তার স্ত্রী আদিবাসী সমাজের মতো শাড়ি পরুক। শ্রী পুষ্পা এতে রাজি ছিল না। সেই নিয়ে শুরু হয় যাবতীয় অশান্তি।”

ঘটনার দিন গ্রামে একটি মেলা ছিল। সেই মেলায় পুষ্পা জিন্স প্যান্ট পরে যেতে চায়। কিন্তু আন্দোলন এই ব্যাপারে প্রতিবাদ করলে শুরু হয় অশান্তি। এরপর পুষ্পা জিন্স প্যান্ট ও শার্ট পড়ে মেলা দেখতে যায়। এরপর বাড়ি ফিরলে শুরু হয় চরম অশান্তি। সেই সময় সবজি কাটার ছুরি নিয়ে আন্দোলনের ওপর হামলা করে পুষ্পা। এলোপাতাড়ি ছুরির আঘাতে বীভৎস রকম ভাবে আহত হয় আন্দোলন। তৎক্ষণাৎ বাড়ির লোকেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর