সন্দেশখালি ‘স্টিং অপারেশন’ নিয়ে তোলপাড়! এর মাঝেই বিরাট দাবি শাহজাহানের, বললেন…

বাংলা হান্ট ডেস্কঃ সন্দেশখালির ‘বাঘ’ বলা হতো তাঁকে। সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার পর সেই ‘বাঘে’র দাপট অনেকটাই কমেছিল। বরং একটু নরমসরমই লাগছিল শেখ শাহজাহানকে (Sheikh Shahjahan)। তবে মঙ্গলবার ফের স্বমেজাজে ধরা দিলেন তিনি। গতকাল বসিরহাট মহকুমা আদালত থেকে বেরনোর সময় আত্মীয় পরিজনদের সঙ্গে দেখা করেন সন্দেশখালির (Sandeshkhali) এই দাপুটে নেতা। প্রিয়জনদের আশ্বাসও দিতে দেখা যায় তাঁকে।

গতকাল আদালত থেকে বেরিয়ে আত্মীয়স্বজনদের সঙ্গে দেখা করার পর প্রিজন ভ্যানে ওঠেন শাহজাহান। সেখান থেকেও পরিজনদের দিকে হাত বাড়িয়ে দিতে দেখা যায় তাঁকে। সেই সঙ্গেই বেশ আত্মবিশ্বাসের সুরে বলেন, কিচ্ছু হবে না। সত্যি সবার সামনে আসবেই বলে দাবি করেন তিনি। এরপরেই উঠতে থাকতে জয় বাংলা স্লোগান।

বিগত কয়েকদিন ধরে সন্দেশখালির চিত্রটা আমূল বদলে গিয়েছে। সৌজন্যে একটি ‘স্টিং অপারেশনে’র (Sandeshkhali Sting Operation) ভিডিও। সেই ভিডিওয় একজন বিজেপি নেতা সন্দেশখালির ঘটনা নিয়ে মুখ খুলেছেন বলে দাবি তৃণমূলের। এরপরেই সন্দেশখালিতে ‘হাওয়া বদল’ শুরু। যে গ্রামের মহিলারা একসময় শাহজাহানের বিরুদ্ধে পথে নেমেছিলেন, এবার তাঁদেরই একাংশ শাহজাহানের মুক্তির দাবিতে মুখ খুলেছেন।

আরও পড়ুনঃ ‘আমার নামে বলতে গিয়েছিল… সুপ্রিম কোর্টে দু’গালে থাবড়া খেয়েছে’! SSC মামলার শুনানি নিয়ে বিস্ফোরক অভিজিৎ

সম্প্রতি সন্দেশখালির ‘ত্রাস’কেও এই ‘স্টিং অপারেশন’ নিয়ে প্রশ্ন করা হয়। গতকাল বসিরহাট মহকুমা আদালত চত্বরে তাঁকে জিজ্ঞেস করা হয়, ‘বিজেপি এই স্টিং ভিডিও ভুয়ো বলছে, আপনি কী বলতে চান?’ জবাবে শাহজাহান বলে ওঠেন, ‘ভুয়ো নয়, ওটাই আসল’। সেই সময় শাহজাহানের পাশে দাঁড়িয়েছিলেন তাঁর ভাই শেখ আলমগির। বর্তমানে তিনিও জেলবন্দি।

Sheikh Shahjahan

উল্লেখ্য, লোকসভা ভোটের মাঝেই প্রকাশ্যে এসেছে সন্দেশখালির ‘স্টিং অপারেশনে’র ভিডিও। সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট। তবে বিজেপির দাবি, এর নেপথ্যে বিরাট চক্রান্ত আছে। এদিকে গতকাল আদালত চত্বরে বেশ আত্মবিশ্বাসী দেখিয়েছে শাহজাহানকে। পুরনো শাহজাহানের খানিক ঝলক দেখা গিয়েছে কাল। সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার পর খানিক মুষড়ে পড়েছিলেন সন্দেশখালির ‘বাঘ’। তবে ‘স্টিং অপারেশন’ নিয়ে চলতে থাকা চাপানউতোরের মাঝে কার্যত আগের মেজাজে ধরা দিলেন তিনি।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর