রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বিশেষ বিজ্ঞপ্তি জারি, মাথায় হাত সকলের

বাংলা হান্ট ডেস্কঃ আর জি কর (RG Kar) ইস্যুতে উত্তাল রাজ্য (Government of West Bengal)। চিকিৎসক হত্যাকাণ্ডের বিচারের দাবিতে প্রতিবাদে নেমেছে সকল শ্রেণীর মানুষ। বাদ যায়নি সরকারি কর্মীরাও। তারাও দফায় দফায় প্রতিবাদে সামিল হয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চ সরকারি কর্মীরাও (Government Employee’s) সুর চড়িয়েছে। এই অবস্থায় সরকারি কর্মীদের কড়া হুঁশিয়ারি দিল নবান্ন (Nabanna)।

কী বলা আছে নির্দেশিকা?

শনিবারই একটি নির্দেশিকা জারি করে রাজ্য সরকার জানিয়ে দেওয়া হয়েছে এবার থেকে ঢিমেতালে কাজ আর নয়। নবান্ন তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, পরিকাঠামো উন্নয়ন এবং সাধারণ মানুষকে সরকারি পরিষেবা দেওয়ার কাজ দ্রুততার সঙ্গে করতে হবে। সরকারের যে যে কাজ আছে পাশাপাশি সমস্ত প্রকল্প যাতে ঠিকভাবে চলে সেদিকে নজর দিতে হবে।

নানা সময় নানা বাহানা দিয়ে সরকারি কর্মচারীদের অফিসে অনুপস্থিত থাকা বা কাজে ফাঁকি দেওয়া কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে সাফ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তিতে নিয়ম মনে করিয়ে আরও বলা হয়েছে অফিসে অনুপস্থিত থাকা বা কাজে ফাঁকি দিলে তা সার্ভিস রুলের লঙ্ঘন হিসাবেই দেখা হবে।

বলা হয়েছে এমনিতেই চার মাস ভালো করে কাজ হয়নি। লোকসভা ভোটের কারণে কাজকর্মে ধীর গতি এসেছে। তার উপর কিছু সময়ে বাংলার বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে প্রাকৃতিক দুর্যোগের ঘটনাও ঘটেছে। সবমিলিয়ে গত চার মাস ঠিক ভাবে কাজ হয়নি সরকারি দপ্তরে।

সরকারি নির্দেশ, এবারে সকলকে সক্রিয়ভাবে কাজে ফিরতে হবে। কাজে গতি আনতে হবে। নির্দেশিকায় বলা হয়েছে, পরিকাঠামো নির্মাণের কাজ সঠিকভাবে দ্রুততার সাথে করতে হবে। পাশাপাশি গ্রামীণ আবাস, গ্রামীণ কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল সরবরাহ এসবের মাধ্যমে সাধারণ মানুষকে দ্রুত পরিষেবা পৌঁছে দিতে হবে। প্রান্তিক মানুষ যাতে সরকারি সুবিধা সঠিকভাবে পায় সেইদিকে নজর দিতে হবে।

আর জি কর অবহে সরকারি তরফে এই বিজ্ঞপ্তি জারি হতেই শুরু হয়েছে জোর চর্চা। নবান্নের কর্তাদের মতে, আর জি কর কাণ্ডে সরকারের সাথে সাধারণ মানুষের যে বিচ্ছিন্নতা তৈরী হয়েছে তা দূর করতে এবং প্রশাসনের উপর আস্থা বাড়াতেই এই পদক্ষেপ। যাতে নতুন করে সরকারকে বিপাকে পড়তে না হয়, তাই সাধারণ মানুষকে সুবিধা প্রদানের উপর জোর দেওয়া হচ্ছে। যদিও সরকারি কর্মীদের একাংশের মতে আর জি কর কাণ্ডের প্রতিবাদে যে আন্দোলন চলছে তা দমাতেই সরকারি কর্মীদের কাজে জোর দেওয়ার এই বিজ্ঞপ্তি।

government of west bengal

আরও পড়ুন: আজ থেকে বাড়বে বৃষ্টি, কমবে গরম! দক্ষিণবঙ্গের কোন জেলা কখন ভিজবে? আবহাওয়ার খবর

এদিকে আর জি কর আবহেই প্রশাসন ও পুলিশ সেক্টরে বড়সড় ঝাকুনি দিতে সোমবার ৯ সেপ্টেম্বর নবান্ন সভাগৃহে হাইভোল্টেজ প্রশাসনিক বৈঠকের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী। উপস্থিত থাকবেন মন্ত্রিসভার সব সদস্য, সবকটি দপ্তরের সচিব-সহ বিশেষ সচিব পর্যায়ের সকলে। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, এডিজি আইন শৃঙ্খলা মনোজ ভার্মা, কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েলও সহ অনেকেই। এই বৈঠক থেকে মমতা পুলিশ এবং প্রশাসনের বিভিন্ন স্তরে একাধিক রদবদল করতে পারেন বলেও জোড়ালো জল্পনা তৈরি হয়েছে বিভিন্ন মহলে।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর