মোটা টাকার বেতন, পশ্চিমবঙ্গের খাদ্য দফতরে নিয়োগের জন্য জারি হল বিজ্ঞপ্তি

বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরের শুরুতেই চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে বিরাট সুখবর! ইতিমধ্যেই খাদ্য দফতরের তরফে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। শুরু হয়েছে আবেদনের প্রক্রিয়াও। বর্তমান প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কে জেনে নিন বিস্তারিত তথ্য।

জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে যে, ডাটা এন্ট্রি অপারেটর (DEO) পদেই বর্তমানে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন হবে। এই পদের জন্য শূন্যপদ রয়েছে ২ টি। পাশাপাশি, এই শূন্যপদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায়।

ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের ক্ষেত্রে এই পদের জন্য প্রার্থীকে গ্র্যাজুয়েশন পাশ করতে হবে। এছাড়াও, কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওপর সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে। এই পদের ক্ষেত্রে মাসিক বেতন ধার্য করা হয়েছে ১৩,০০০ টাকা।

এই পদে আবেদনে করতে হবে অফলাইনে। সেক্ষেত্রে, অফিসিয়াল নোটিফিকেশনের সঙ্গে অফলাইন ফর্মটি পাওয়া যাবে। সেখান থেকে প্রিন্ট আউট করে আবেদন করতে হবে প্রার্থীদের। আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করে তার সঙ্গে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্কটি দেওয়া হল: https://drive.google.com/file/d/19b_K4yNrJC_5G-ZMWUGzJ9F7UQoZ0Mz5/view

ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে চলতি মাসের ১১ জানুয়ারি থেকে। পাশাপাশি, আবেদন করা যাবে ১২ ফেব্রুয়ারি, ২০২২ পর্যন্ত।

data entry operator 1495901391

আবেদনপত্রের সঙ্গে যে যে নথিপত্রগুলি লাগবে সেগুলি হল (১) আধার কার্ড, (২) ভোটার কার্ড, (৩) মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, (৪) কাস্ট সার্টিফিকেট, (৫) সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট (৬) কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট এবং (৭) অভিজ্ঞতার সার্টিফিকেট।

সমস্ত নথিপত্রের সাথে ফর্মটি পূরণ করে আবেদনপত্রটি পাঠিয়ে দিতে হবে এই ঠিকানায়:- The Director, Directorate of Cinchona and Other Medical Plants, West Bengal, P.O- Mungpoo, Dist- Darjeeling, Pin- 734313

প্রসঙ্গত উল্লেখ্য, এই পদে আবেদনে ইচ্ছুক প্রার্থীরা অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে তা ভালোভাবে পড়ে নিয়ে তারপরে আবেদন করতে পারেন। https://drive.google.com/file/d/19b_K4yNrJC_5G-ZMWUGzJ9F7UQoZ0Mz5/view এই লিঙ্কের মাধ্যমেই আপনারা অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর