বিরাট সুখবর! পশ্চিবঙ্গের সরকারি কলেজে গ্রুপ C ও D পদে কর্মী নিয়োগ, জারী হল বিজ্ঞপ্তি

বাংলা হান্ট ডেস্ক: পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য এবার বিরাট সুখবর! ইতিমধ্যেই সরকারি কলেজে গ্রুপ সি ও ডি পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে জানা গিয়েছে যে, আপাতত গ্রুপ সি’র তালিকায় ক্লার্ক ও গ্রুপ ডি হিসেবে অ্যাটেন্টডেন্ট পদে নিয়োগ করা হবে।পাশাপাশি, অষ্টম শ্রেণি ও মাধ্যমিক পাশের ভিত্তিতেই গ্রুপ ডি ও সি পদে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানা গিয়েছে। এছাড়াও, পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকেই ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন। Nathaniyal Murmu Memorial College-এ শূন্যপদের ভিত্তিতে এই নিয়োগ সম্পন্ন হবে। বর্তমান প্রতিবেদনে এই শূন্যপদ সম্পর্কিত বিস্তারিত তথ্য তুলে ধরা হল।

গ্রুপ সি পদে আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীদের নূন্যতম মাধ্যমিক পাশ বা তার সমতুল্য যোগ্যতার পরীক্ষায় পাশ করতে হবে। এছাড়াও, প্রার্থীদের কম্পিউটার প্রশিক্ষণের পাশাপাশি MS Word, MS Excel-এর যাবতীয় কাজ জানতে হবে। এছাড়াও, গ্রুপ ডি পদে আবেদন করার জন্য আবেদনকারীদের অষ্টম শ্রেণি পাশ বা তার সমতুল্য যোগ্যতা থাকতে হবে। এছাড়াও, কম্পিউটারে MS Excel, MS Word-এর কাজও জানতে হবে।

মাসিক বেতন: গ্রুপ সি পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। তবে, গ্রুপ ডি পদের জন্য শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন হবে। উল্লেখ্য যে, গ্রুপ সি পদে বেতন ৫,৪০০-২৫,২০০ টাকা এবং গ্রেড পে ২,৬০০ টাকা। অপরদিকে, গ্রুপ ডি পদে বেতন হবে ৪,৯০০-১৬,২০০ টাকা এবং গ্রেড পে ১,৭০০ টাকা।

নিয়োগ প্রক্রিয়া: তবে, কলেজে শূন্যপদের ভিত্তিতে গ্রুপ সি পদে আবেদন করতে প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। www.nmmcollege.in-এই ওয়েবসাইটে ক্লিক করলেই আবেদনপত্র পেয়ে যাবেন ইচ্ছুক প্রার্থীরা। যদিও, গ্রুপ ডি পদের ক্ষেত্রে কোনো আবেদন পত্র জমা না করে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করা হবে।

এছাড়াও, যে সমস্ত আবেদনকারী গ্রুপ সি পদে আবেদন করতে ইচ্ছুক তাঁদের বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। যদিও, সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাওয়ার সুবিধা পাবেন।

আবেদন ফী : এদিকে, যে সকল প্রার্থীরা গ্রূপ সি পদে আবেদন করবেন তাঁদের ২০০ টাকা অনলাইন মারফত জমা করতে হবে। Net Banking, Bhim Upi, Credit/Debit Card-এর মাধ্যমে এই টাকা জমা করতে পারবেন আবেদনকারীরা। এছাড়াও, গ্রুপ ডি পদের জন্য ১০০ টাকা অফলাইনের ভিত্তিতে সরাসরি ইন্টারভিউয়ের দিন জমা করতে পারবেন আবেদনকারীরা।

JOB RECRUITMENT

আবেদন প্রক্রিয়া: আবেদন সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানার জন্য অথবা অফিসিয়াল নোটিফিকেশন পড়ার জন্য এই www.nmmcollege.in-এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে ক্লিক করতে পারেন প্রার্থীরা। তবে, উল্লেখ্য যে, পূর্ব বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্ধারিত ইন্টারভিউয়ের দিন পরিবর্তন করে তা আগামী ২৩/৩/২০২২ তারিখে করা হয়েছে।

বিজ্ঞপ্তি : ডাউনলোড

অফিসিয়াল ওয়েবসাইট: www.nmmcollege.in


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর