কলকাতা মেট্রোয় নিয়োগ, মিলবে ভালো বেতনও! কীভাবে করবেন আবেদন? রইল পদ্ধতি

বাংলাহান্ট ডেস্ক : ফের একবার সুখবর চাকরি প্রার্থীদের জন্য। সম্প্রতি কর্মী নিয়োগের (Recruitment) বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কলকাতা মেট্রো (Kolkata Metro)। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দারা এই পদে আবেদনের যোগ্য। এই পদে পুরুষ ও মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। আজকের প্রতিবেদনে এই পদে আবেদনের যোগ্যতা, বয়স সীমা, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হল।

বিজ্ঞপ্তি নম্বর : KMRCL/GM/Admin/GM(S&T)/DEP/2024

পদের নাম : জেনারেল ম্যানেজার ( সিগনাল ও টেলিকম)

আরোও পড়ুন : প্রচন্ড গরমে কলকাতায় ৩০ মিনিট স্কুল বাস দাঁড় করিয়ে চেকিং পুলিশের! কারণ জানলে ফুঁসে উঠবেন

যোগ্যতা : এই পদে আবেদনের যোগ্যতার ব্যাপারে জানার জন্য প্রার্থীদের অফিশিয়াল নোটিফিকেশন মন দিয়ে পড়ার অনুরোধ করা হচ্ছে।

বয়স সীমা : সর্বোচ্চ ৫৫ বছর বয়সী ব্যক্তিরা এই পদে আবেদনের যোগ্য।

আরোও পড়ুন : ভোটে দাঁড়াতেই কপাল খুলল রচনার, মিলল সুখবর! খুশিতে লাফাচ্ছেন দিদি নাম্বার ওয়ান

আবেদন পদ্ধতি : যারা এই পদে আবেদন করতে ইচ্ছুক তাদের অফলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদন করার জন্য প্রার্থীদের প্রথমে ভিজিট করতে হবে অফিশিয়াল ওয়েবসাইটে। সেখান থেকে ডাউনলোড করে নিতে হবে আবেদন পত্র। আবেদন পত্রটি প্রিন্ট করে যথাযথভাবে পূরণ করতে হবে। আবেদনপত্রটির সাথে প্রয়োজনীয় নথির জেরক্স সংযুক্ত করতে হবে। খামের উপর লিখতে হবে ‘Application for the post of __________ against” পদের নাম। তারপর আবেদন পত্র পাঠিয়ে দিতে হবে এই ঠিকানায় – General Manager (Admin & HR), Kolkata Metro Rail Corporation Limited, KMRCL Bhawan, HRBC Office Compound, Munshi Premchand Sarani, Kolkata- 700021.

MA, BEd, graduates sat for the fourth grade staff recruitment test in west bengal

প্রয়োজনীয় নথি : শিক্ষাগত যোগ্যতা, বয়স, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা, পরিচয় পত্র সহ অন্যান্য নথির জেরক্স লাগবে।

আবেদন পাঠানোর শেষ তারিখ : ২০ মে, ২০২৪

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর