বড় খবর! রাজ্যে জারি হল বিপুল শূন্যপদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি, এইভাবে করুন আবেদন

বাংলা হান্ট ডেস্ক: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য এবার বড়সড় খবর সামনে এল। বর্তমান সময়ে যখন রাজ্যজুড়ে শিক্ষক নিয়োগের প্রসঙ্গে বিভিন্ন দুর্নীতির অভিযোগে রীতিমতো সরগরম সবমহল ঠিক সেই আবহেই এবার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি সামনে এসেছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, নবম-দশম ও একাদশ-দ্বাদশ স্তরে এই শিক্ষক নিয়োগ করা হবে। পাশাপাশি, জানিয়ে রাখি যে গত ৫ মে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাদ্রাসা সার্ভিস কমিশন (The West Bengal Madrasah Service Commission)। প্রায় ১০ বছর পর শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হল সংশ্লিষ্ট কমিশনের তরফে।

মোট শূন্যপদের সংখ্যা: মূলত, রাজ্যের সমস্ত সরকারি সাহায্যপ্রাপ্ত মাদ্রাসা এবং বেসরকারি ক্ষেত্রে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানা গিয়েছে। এক্ষেত্রে, মোট শূন্যপদের সংখা হল ১,৭২৯।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, গত ৬ মার্চ এই ১,৭২৯ টি শূন্যপদের ভিত্তিতে শিক্ষক নিয়োগের জন্য অনুমোদন দেওয়া হয় রাজ্য মন্ত্রিসভার তরফে। যদিও, সেই সময়ে নিয়োগের বিধিতে একাধিক বদলের প্রয়োজন থাকায় এই সংক্রান্ত কাজ চলছিল। যেটি শেষ হয় গত ১৯ এপ্রিল। তারপরেই মাদ্রাসা কমিশনের তরফে এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

আবেদন প্রক্রিয়া: অনুমান করা হচ্ছে যে, বর্তমানে রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী এবার এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে চলেছেন। কারণ, দীর্ঘদিন ধরে কার্যত থমকে ছিল এই শিক্ষক নিয়োগ। এমতাবস্থায়, আবেদনে ইচ্ছুক প্রার্থীরা সরাসরি মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট www.wbmsc.com-এ গিয়ে আবেদন করতে পারেন।

আবেদনের সময়সূচি: প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, ইচ্ছুক প্রার্থীরা আগামী ১২ মে, ২০২৩ বিকেল ৪ টা থেকে এখানে আবেদন করতে পারবেন। যা চলবে ১২ জুন মধ্যরাত পর্যন্ত।

whatsapp image 2023 05 07 at 1.22.19 pm

নিয়োগ প্রক্রিয়া: ইতিমধ্যেই মাদ্রাসা সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লিখিত পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্টের ভিত্তিতে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। পাশাপাশি, অ্যাডভান্স অ্যারাবিক, অ্যারাবিক মাদ্রাসা এবং অ্যারাবিক ইউজি বিষয়ে টেট নেওয়া হবে। এমতাবস্থায়, আবেদনে ইচ্ছুক প্রার্থীদের অবশ্যই বিজ্ঞপ্তিটি একবার পড়ে নিতে হবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর