বাংলা হান্ট ডেস্ক: চাকরিপ্রার্থীদের জন্য এবার বড় সুখবর সামনে এল। মূলত, এবার একটি ব্যাঙ্কে নিয়োগের (Recruitment) ক্ষেত্রে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার ইন্ডিয়া এক্সিম ব্যাঙ্কের (India Exim Bank) তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পাশাপাশি, ইতিমধ্যেই এই শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।
কোন পদে করা হবে নিয়োগ: জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে যে, আপাতত ম্যানেজমেন্ট ট্রেনি পদে কর্মী নিয়োগ করা হবে।
মোট শূন্যপদের সংখ্যা: এক্ষেত্রে মোট শূন্যপদের সংখ্যা হল ৪৫ টি। যার মধ্যে ৩৫ টি ম্যানেজমেন্ট ট্রেনি (ব্যাঙ্কিং অপারেশন) পদে, ৭ টি ম্যানেজমেন্ট ট্রেনি (ডিজিটাল টেকনোলজি) পদে, ২ টি ম্যানেজমেন্ট ট্রেনি (রাজভাষা) পদে এবং ১ টি ম্যানেজমেন্ট ট্রেনি (অ্যাডমিনিস্ট্রেশন) পদে নিয়োগ করা হবে বলেও জানা গিয়েছে।
আরও পড়ুন: আর নেই চাকরির চিন্তা! এখনই শুরু করুন এই ফুলগুলির চাষ, রাতারাতি হয়ে যাবেন মালামাল
আবেদন পদ্ধতি: আবেদনে ইচ্ছুক প্রার্থীদের প্রথমেই ইন্ডিয়া এক্সিম ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট www.eximbankindia.in-এ ক্লিক করে ওয়েবসাইটের কেরিয়ার ট্যাবে ক্লিক করতে হবে। তারপরে ক্লিক করতে হবে আবেদনের লিঙ্কে। সেখানে নাম রেজিস্ট্রেশন করলেই আবেদন পত্র খুলে যাবে। তারপর আবেদন পত্র পূরণ করে আবেদন ফি জমা দিয়ে সাবমিট অপশনে ক্লিক করলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।
আরও পড়ুন: চীনকে টেক্কা, এবার ভারতেই iPhone তৈরী করবে টাটা গ্রুপ! দাম কমবে? ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর
আবেদন ফি: জানিয়ে রাখি যে, এই শূন্যপদে আবেদন করার জন্য জেনারেল ও ওবিসি প্রার্থীদের ৬০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। তবে জনজাতি, উপজাতি ও আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণি এবং মহিলা আবেদনকারীদের জন্য এই ফি-এর পরিমাণ হল ১০০ টাকা।
গুরুত্বপূর্ণ তারিখ: উল্লেখ্য যে, এই শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এমতাবস্থায়, আগামী ১০ নভেম্বর, ২০২৩ পর্যন্ত আবেদন পাঠানো যাবে।