বেকারদের জন্য খুলে গেল ভাগ্য! বিপুল পদে নিয়োগ করছে পশ্চিমবঙ্গ সরকার, এভাবে করুন আবেদন

Published On:

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় খবর সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, রাজ্যের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতিতে শুন্যপদের ভিত্তিতে নিয়োগের (Recruitment) জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিঃসন্দেহে এটি চাকরিপ্রার্থীদের জন্য একটি বড় সুখবর। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।

কোন পদে করা হবে নিয়োগ: জারি করা বিজ্ঞপ্তিটি অনুযায়ী জানা গিয়েছে যে, রাজ্যের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতিতে পাবলিক হেলথ ম্যানেজার পদে নিয়োগ করা হবে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, রাজ্যে ন্যাশনাল আরবান হেলথ মিশনের অধীনে চুক্তির ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে।

শূন্যপদের সংখ্যা: এক্ষেত্রে মোট শূন্যপদের সংখ্যা হল, ৩২ টি।

বয়সসীমা: মূলত, প্রার্থীদের বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে, সংরক্ষিতদের জন্য বয়সের ক্ষেত্রে ছাড় থাকবে।

আরও পড়ুন: পড়াশোনা ছেড়ে পরিশ্রম করেছেন দিনরাত! ২,০০০ টাকা দিয়ে ১০০ কোটি টাকার সাম্রাজ্য গড়েছেন এই যুবক

শিক্ষাগত যোগ্যতা: এক্ষেত্রে আবেদনে ইচ্ছুক প্রার্থীদেরকে ডেন্টাল বা নার্সিংয়ে স্নাতক হতে হবে। এছাড়াও, যাঁদের জীবনবিজ্ঞানের বিভিন্ন শাখায় বা ইকনমিক্সে স্নাতকোত্তর রয়েছে, তাঁরাও আবেদন করতে পারবেন। পাশাপাশি, সমাজবিজ্ঞানের স্নাতকের পর হিউম্যান রিসোর্স বা হেলথ কেয়ার বিভাগে এমবিএ পাশ করে থাকলেও আবেদন করা যাবে। তবে, জানিয়ে রাখি যে, সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রার্থীদের দু’বছরের পেশাদারি অভিজ্ঞতারও প্রয়োজন।

বেতনের পরিমাণ: এক্ষেত্রে মাসিক বেতনের পরিমাণ হবে ৩৫,০০০ টাকা।

আরও পড়ুন: ধনকুবেরদের এ কি হাল! ২ দিনে ২২ বিলিয়ন ডলার হারালেন মাস্ক, বড় ধাক্কা পেলেন আম্বানি-আদানিও

প্রয়োজনীয় শর্ত: শুধুমাত্র রাজ্যের স্থায়ী বাসিন্দারা এক্ষেত্রে আবেদন করতে পারবেন। পাশাপাশি, বাংলা ভাষায় সড়গড় হতে হবে এবং বাছাই করা প্রার্থীদের কম্পিউটারে দক্ষতার পরীক্ষা, শিক্ষাগত যোগ্যতা এবং পেশাদারি অভিজ্ঞতার ভিত্তিতে নিয়োগ করা হবে। এছাড়াও, নিযুক্তদের রাজ্যের যেকোনো পৌরসভা বা পৌরনিগমে পোস্টিং দেওয়া হতে পারে।

Notification issued for the recruitment of staff for this post

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় নথি-সহ আবেদন করতে হবে। এক্ষেত্রে আবেদনের আগে প্রার্থীরা রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইট থেকে এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন।

গুরুত্বপূর্ণ তারিখ: এক্ষেত্রে আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ১ নভেম্বর সকাল ১১ টা থেকে। যেটি চলবে আগামী ১০ নভেম্বর, ২০২৩ পর্যন্ত।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X