“আত্মতুষ্টির জায়গা নেই”, ফেডেরারকে টপকে সাফ জানিয়ে দিলেন জোকোভিচ

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বিষয়টা খুব একটা কঠিন হয়ে দাঁড়ায়নি তার কাছে। নিক কির্গিয়স লড়াই করার চেষ্টা করলেও ৪ সেটে লড়াইয়ে জিতে রবিবার নিজের সপ্তম উইম্বলডন খেতাব জয় করেছেন সার্বিয়ার তারকা টেনিস খেলোয়াড় নোভাক জোকোভিচ। কোর্টে তার দাপট প্রত্যক্ষ করতে আসা প্রত্যেক টেনিসপ্রেমী উঠে দাঁড়িয়ে তাকে অভিবাদন জানান এবং তাদেরকে পাল্টা ধন্যবাদ জানান জোকার।

এটি ছিল এই মরশুমে তার প্রথম বড় শিরোপা জয়। সকলে আশা করেছিল যে ফাইনালে রাফায়েল নাদালের মুখোমুখি হতে হবে সার্বিয়ান তারকাকে। কিন্তু স্প্যানিশ তারকা চোট পেয়ে ছিটকে যাওয়ার কারণে সেমিফাইনালে নামতে পারেননি। নিক কির্গিয়স ওয়াক ওভার পেয়ে ফাইনালে পৌঁছলেও তিনি জোকারকে আটকাতে পারেননি।

এটি ছিল ঘাসের কোর্টে জোকোভিচের সপ্তম খেতাব। তার চেয়ে উইম্বলডন জয়ের কীর্তি রয়েছে শুধুমাত্র সুইস টেনিস তারকা রজার ফেডেরারের। নিজের প্রিয় ঘাসের কোর্টে ৮টি খেতাব জিতেছেন রজার। তবে জোকোভিচের এখন যা বয়স তাতে ভবিষ্যতে তিনি ফেডেরারকে টপকে গেলে আশ্চর্য হওয়ার কিছু থাকবেনা। তবে উইম্বলডনে না হলেও সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ের তালিকায় তিনি ফেডেরারকে টপকে গিয়েছেন। কালকের খেতাব ছিল তার ২১ তম গ্র্যান্ড স্ল্যাম। ফেডেরারকে (২০) টপকে গেলেও রাফায়েল নাদালের (২২) থেকে এখনও একটি গ্র্যান্ড স্ল্যামে পিছিয়ে তিনি। কাল উইম্বলডন জয়ের পর পরিচিত দৃশ্য দেখা যায়। আগের ৬ বারের মতন এবারও কিছুটা ঘাস ছিঁড়ে মুখে নিয়ে চেবাতে থাকেন সার্বিয়ান তারকা এবং মজা করে বলেন “এবারের ঘাসগুলো একটু বেশিই মিষ্টি ছিল।”

জয়ের পর সাক্ষাৎকারে জোকার বলেন, “এই প্রতিযোগিতা আমার কাছে সবসময়ই স্পেশাল। ছোটবেলায় প্রথম আমি টেনিসের এই টুর্নামেন্টটাই দেখেছিলাম এবং নিজে একসময় এই টেনিস প্রতিযোগিতাটি জয়ের স্বপ্ন দেখতাম। কিন্তু এই জয়ে আমি আত্মতুষ্ট হয়ে পরছি না। হ্যাঁ আমার খুবই আনন্দ হচ্ছে তবে সামনে অনেক পথ বাকি এখনও।”


Reetabrata Deb

সম্পর্কিত খবর