করোনার গ্রাফ ক্রমশই ঊর্ধ্বমুখী ভারতে, ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত ৯৯৯৬ জন

 

বাংলা হান্ট ডেস্ক : চীন থেকে আগত করোনা ভাইরাসের থাবায় কার্যত স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা বিশ্ব।বিশ্বের উন্নতশীল দেশগুলিতেও দাপিয়ে নিজের দাপট দেখিয়েছে কোভিড ১৯। মার্চ মাসে ভারতেও প্রবেশ করে করোনা ভাইরাস। তাই সংক্রমণ এড়াতে গত 23 শে মার্চ থেকে গোটা দেশজুড়ে লকডাউনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এই সিদ্ধান্তের তার সাথে হাতে হাত মিলিয়ে কাজ করে প্রত্যেকটি রাজ্যের রাজ্য সরকার। প্রথমে 15 দিনের ইঙ্গিত দিয়ে লকডাউন শুরু হলেও শেষে তা বাড়তে বাড়তে পৌঁছে প্রায় আড়াই মাসে। তারপর বিভিন্ন বিষয় চিন্তা করে গত ৮ ই জুন থেকে রাজ্যজুড়ে লকডাউন শিথিল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

IMG 20200611 WA0032

লকডাউন যতই শিথিল হচ্ছে ততই দেশে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর মিছিল। ফের রেকর্ড ভারতে। গত 24 ঘন্টায় ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 9996। মৃত্যু হয়েছে 357 জনের। এই মুহূর্তে ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ লাখ 56 হাজার 579 জন। তাদের মধ্যে হাসপাতালে রয়েছেন 1,37,448 জন। এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 1,41,029 জন। এখনো পর্যন্ত ভারতে মোট মৃতের সংখ্যা 8102 জন।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর