ঠিক এইদিন হতে চলেছে শতাব্দীর সবচেয়ে দীর্ঘতম চন্দ্রগ্রহণ, সাক্ষী থাকবে ভারত সহ পুরো বিশ্ববাসী

   

বাংলাহান্ট ডেস্কঃ শীঘ্রই দেখা যাবে শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ (Lunar Eclipse 2021)। চাঁদের  ৯৭ শতাংশ ঢাকা পড়বে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এই আংশিক গ্রহণের সময় সবথেকে ভালোভাবে সাক্ষী থাকতে পারবে উত্তর আমেরিকা। তবে নিরাশ হবে না ভারতবাসীও।

সূত্রের খবর, ৩ ঘণ্টা ২৮ মিনিট ২৩ সেকেন্ড ধরে চলবে এই গ্রহণ। ২০০১ থেকে ২১০০- এই একশো বছরে দৃশ্যমান ২২৮ টি চন্দ্রগ্রহণের মধ্যে এটিই হতে চলেছে সবথেকে দীর্ঘতম চন্দ্রগ্রহণ। যার ফলে মাসে কখনও দুবার কিংবা তিনবার করেও এই দৃশ্য দেখা যেতে পারে।

ecilpse annular oct3 2005 Abel Pardo Lopez

এই গ্রহণ দেখা যাবে ভারতীয় সময় দুপুর ১.৩০ টা নাগাদ। যার ফলে দিনের আলোতে চন্দ্রগ্রহণ খুব একটা ভালো ভাবে দেখা যাবে না বলেই অনুমান করা হচ্ছে। তবে অসম ও অরুণাচল প্রদেশ থেকে অল্প সময়ের জন্য হলেও, কিছুটা দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে।

এই চন্দ্রগ্রহণের সময় সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসবে পৃথিবী। যার ফলে পৃথিবীর ছায়া পড়বে চাঁদের উপর। আর তার ফলেই এই গ্রহণ দেখা যাবে। আগামী ১৯ শে নভেম্বর চন্দ্রগ্রহণ দেখা গেলেও, কিছু কিছু জায়গা থেকে ১৮ তারিখও দেখা যেতে পারে এই শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ।

জানা গিয়েছে, উত্তর আমেরিকা থেকে এবাররে এই চন্দ্রগ্রহণ খুবই ভালো ভাবে দেখা যবে। আমেরিকার ৫০ টি প্রদেশ ও মেক্সিকো ছাড়াও অস্ট্রেলিয়া, পূর্ব এশিয়া, উত্তর ইউরোপ এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে এই দৃশ্যের সাক্ষী হতে পারবেন মানুষজন। কিঞ্চিত হলেও, ভারতবাসীও এই বিরল দৃশ্যের সাক্ষী থাকতে পারবেন।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর