বাংলা হান্ট ডেস্ক: ফের আরও একবার উষ্ণতম মাস (Warmest Month) পেলো ভারত। চলতি বছর অক্টোবরই ছিল সবচেয়ে উষ্ণতম মাস। ১৯০১ সাল থেকে ২০২৪ টানা, ১২৩ বছরের ব্যবধানে প্রথম উষ্ণতম মাস ছিল অক্টোবর। আর ক্যালেন্ডারের পাতা উল্টাতে ফের দ্বিতীয় উষ্ণতম মাস হিসেবে নজির গড়লো নভেম্বর। বিশ্ব উষ্ণায়ন যে বিশ্বকে গ্রাস করছে তা আরও একবার প্রমাণ হয়ে গেল। মৌসম ভবন দাবি করছে, ১২৩ বছরে এটাই প্রথম নভেম্বর মাস যেখানে পারদ এতটা উর্ধ্বে।
দ্বিতীয় উষ্ণতম মাস (Warmest Month) নভেম্বর:
মৌসম ভবনের তরফের দাবি করা হয়েছে, চলতি বছরের নভেম্বর মাসে দেশের গড় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ০.৬২ ডিগ্রি এবং ১.০৫ ডিগ্রি সেলসিয়াস বাড়ে। এছাড়াও জানা গিয়েছে, নভেম্বর মাসে দেশের গড় সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং গড় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৯১ ডিগ্রি। যার ফলে দাবি করা হয়েছে ১২৩ বছরের মধ্যে ২৪শে নভেম্বর উষ্ণতম মাস (Warmest Month)।
জানা গিয়েছে, গোটা নভেম্বর (Warmest Month) মাস জুড়ে শুধু দিনেই গড় তাপমাত্রা বাড়েনি, একই সাথে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে রাতেও। তবে তাপমাত্রা সবচেয়ে বেড়েছে উত্তর-পশ্চিম ভারতে। আবহাওয়াবিদদের মতে, সেখানে নভেম্বরের গড় তাপমাত্রা বাড়ে স্বাভাবিকের তুলনায় ১.৩৭ ডিগ্রি। এমনকি মধ্য এবং দক্ষিণ ভারতেও সেখানেও চলতি বছরের নভেম্বরে এই একই রেকর্ড দেখা গিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এমনটা কেন ঘটলো?
আরও পড়ুনঃ গোপনাঙ্গে গভীর ক্ষত, সারা শরীরে নখের আঁচড়! সরকারি হোমে আড়াই বছরের শিশুর সাথে যা চলছিল
পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণিঝড়ের অভাবেই নভেম্বরে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে: বছরে পরপর দুটি মাস উষ্ণতম মাস (Warmest Month) হওয়ার ফলে চিন্তিত হয়ে পড়েছেন আবহাওয়াবিদরা। সেইসাথে তারা জানিয়েছেন, “পশ্চিমী ঝঞ্ঝাগুলি এবার জম্মু ও কাশ্মীরের উচ্চ অক্ষাংশ বরাবর অতিক্রম করেছে। ফলে উত্তর ও উত্তর-পশ্চিম ভারতের সমভূমি অঞ্চলে বেশি বৃষ্টিপাত হয়নি। এ ছাড়া দুটি ঘূর্ণিঝড়ের মধ্যে একটি বেশ দুর্বল ছিল। ফলে নভেম্বরে বৃষ্টি কম হয়েছে দক্ষিণ ভারতেও।” পাশাপাশি তারা আরো জানিয়েছেন, উত্তর-পশ্চিম ভারতে এবছর নভেম্বর মাস যা বৃষ্টি হয়েছে তা, স্বাভাবিকের চেয়ে ৭৯.৯ শতাংশ কম। আর দক্ষিণ ভারতে সেই ঘাটতির পরিমাণ ৩৭.৯ শতাংশ। অর্থাৎ স্বাভাবিকের চেয়েও কম বৃষ্টি হয়েছে এ সমস্ত জায়গায়।
আরও পড়ুনঃ ‘এখনই…’! মাধ্যমিকের খাতায় নম্বরই দিতে ভুললেন পরীক্ষক! বড় নির্দেশ ‘ক্ষুব্ধ’ হাইকোর্টের
এদিকে কয়েক মাস আগে মৌসুম ভবন জানায়, প্রশান্ত মহাসাগরের জল স্বাভাবিকের তুলনায় শীতল রয়েছে। ফলে প্রশান্ত মহাসাগরে লা লিনার পরিস্থিতি তৈরি হয়েছিল। এমনকি ঠিক এই কারণে ভারতে শীতের দাপটও ভালোভাবে পড়বে বলেই আশা করেছিলেন আবহাওয়াবিদরা। কিন্তু এদিকে দেখা যাচ্ছে ডিসেম্বর মাস পড়ে গেছে এখনো পর্যন্ত সেই ভাবে শীতের অনুভূতি নেই। তার ওপর অক্টোবর-নভেম্বরে তাপমাত্রা আবহাওয়াবিদদের চিন্তায় ফেলেছে। আবহাওয়াবিদরা অনুমান করছেন, ২০২৪ ভারতের জন্য উষ্ণতম বছর হতে চলেছে।