বাংলা হান্ট ডেস্ক: কিছুদিন আগেই ঘূর্ণিঝড় (Cyclone) মোকা-কে ঘিরে তৈরি হয়েছিল আশঙ্কা। পরবর্তীকালে বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় প্রভাব ফেলেছিল এই ঘূর্ণিঝড়টি। তবে, এবার মোকার রেশ কাটতে না কাটতেই নতুন করে চিন্তা বৃদ্ধি ঘটেছে। জানা গিয়েছে, এবার পরপর ২ টি ঘূর্ণিঝড় ধেয়ে আসছে।
এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার বাংলাদেশে তাণ্ডব চালাতে পারে ঘূর্ণিঝড় “বিপর্যয়”। এই ঘূর্ণিঝড়ের নামটি বাংলাদেশেরই দেওয়া। শুধু তাই নয়, আবহাওয়াবিদদের একাংশ মনে করছেন যে, চলতি মাসের মাঝামাঝি সময়ে তা ওপার বাংলার উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে। গত বুধবার এই প্রসঙ্গটি জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞ মোস্তাফা কামাল পলাশ।
তবে, ওপার বাংলার হাওয়া অফিসের তরফে স্পষ্টভাবে এটাও জানানো হয়েছে যে, এখনও পর্যন্ত তাঁদের কাছে সাইক্লোন তৈরি হওয়া বা আছড়ে পড়া নিয়ে কোনো তথ্য নেই। এমতাবস্থায়, মুস্তাফা কামাল পলাশ বলেন, “বাংলাদেশের উপকূলবর্তী এলাকাতে জুনের মাঝামাঝি সময়ে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়।”
পাশাপাশি, ইউরোপিয়ান আবহাওয়া পূর্বাভাসের খবরের পরিপ্রেক্ষিতে তিনি দাবি করেছেন যে, আগামী ৬ থেকে ৮ জুনের মধ্যে বঙ্গোপসাগরের উপর তৈরি হতে পারে ঘূর্ণিঝড় “বিপর্যয়”। শুধু তাই নয়, এই ঘূর্ণিঝড় বরিশাল ডিভিশনে আছড়ে পড়তে পারে আগামী ৯ থেকে ১০ জুনের মধ্যে। এদিকে, বাংলাদেশের আবহাওয়া দফতরের তরফে আব্দুল হামিদ জানিয়েছেন, “এই সাইক্লোনের বিষয়ে এখনও কোনো নির্দিষ্ট তথ্য আমরা পাইনি।”
এছাড়াও, কোনো সাইক্লোন তৈরি হওয়ার পাঁচ থেকে দশ দিন আগে তাঁরা পূর্বাভাস দিয়ে থাকেন বলেও জানান তিনি। এমতাবস্থায়, বাংলাদেশের উপর নতুন কোনো ঘূর্ণিঝড় আদৌ আসছে কিনা সেই বিষয়টিতেও প্রশ্ন থেকে যাচ্ছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, আরব সাগরে আগামী ৮ জুন আরও একটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে বলে জানা গিয়েছে। যেটির নাম দেওয়া হয়েছে “তেজ”।