এবার প্রতিদিন একটি উড়ান পাড়ি দেবে মহাকাশে! ইতিমধ্যেই কোটি টাকার টিকিট কেটেছেন ৮০০ জন

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে আমরা ছুটি এবং সুযোগ পেলেই বেরিয়ে পড়ি গোয়া-হিমাচল-মুসৌরির উদ্দেশ্যে। কারণ, এই গন্তব্যগুলিতে খুব সহজেই পৌঁছে যাওয়া সম্ভব। কিন্তু, এবার আপনি এই চিরাচরিত ভ্রমণস্থলগুলি ছেড়ে সোজা বেড়াতে যেতে পারেন মহাকাশে (Space)! হ্যাঁ শুনতে অদ্ভুত এবং অবিশ্বাস্য মনে হলেও এটা কিন্তু একদমই সত্যি। শুধু তাই নয়, আর কয়েক বছরের মধ্যেই পৃথিবী থেকে বছরে ৪০০ টি উড়ান পাড়ি দেবে মহাকাশের উদ্দেশ্যে।

সর্বোপরি, ইতিমধ্যেই মহাকাশ ভ্রমণের জন্য প্রায় ৮০০-জনেরও বেশি মানুষ টিকিট কেটে ফেলেছেন। জানা গিয়েছে, মহাকাশ ভ্রমণের জন্য তাঁদের প্রশিক্ষণ চলছে। মূলত, মহাকাশ পর্যটনের মতো এই ব্যয়বহুল প্রকল্প সম্পন্ন করতে এগিয়ে এসেছে বিশ্বের তিন ধনী ব্যক্তির সংস্থা। তাদের মধ্যে রয়েছে রিচার্ড ব্র্যানসনের কোম্পানি ভার্জিন গ্যালাকটিক (Virgin Galactic), জেফ বেজোসের কোম্পানি ব্লু অরিজিন (Blue Origin) এবং ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্স (SpaceX)। শুধু তাই নয়, চিনের একটি কোম্পানিও বড় পরিকল্পনা নিয়ে এগিয়ে এসেছে। এর পাশাপাশি আরও অনেক দেশে এই প্রকল্পের কাজ চলছে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য যে, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের সংস্থা SpaceX ২০২১ সালে মোট চারজনকে মহাকাশের ভ্রমণ করিয়েছিল। ওই বহু কোটি টাকার ট্রিপটির খরচ সামলেছিলেন আমেরিকান ব্যবসায়ী জ্যারেড আইজ্যাকম্যান। এদিকে, Virgin Galactic এবং Blue Origin-এর পর SpaceX হল তৃতীয় কোম্পানি যা মহাকাশ পর্যটনের জন্য ভ্রমণের ব্যবস্থা করেছে।

পরবর্তী লক্ষ্য কি?: মহাকাশ ভ্রমণের প্রস্তুতির জন্য Virgin Galactic কোম্পানিটি মহাকাশে কয়েকশ ফ্লাইট চালু করার সক্ষমতা অর্জনের ক্ষেত্রে দু’টি এয়ারক্রাফট কেরিয়ার প্রস্তুত করছে। যার ফলে বিপুল সংখ্যক পর্যটকের বহনের ক্ষেত্রে সহায়তা হবে। এদিকে, Virgin Galactic-এর এই ফ্লাইটের জন্য, উৎসাহীরা ২,০০,০০ মার্কিন ডলার অর্থাৎ ১.৫ থেকে ২ কোটি টাকায় নিজেদের সিট বুক করেছেন। এদিকে, যাত্রীদের উৎসাহ এবং বুকিংয়ের চাহিদা দেখে ২০২৫ সাল নাগাদ কোম্পানিটি নিয়মিত ফ্লাইটের উদ্দেশ্যে বার্ষিক ৪০০টি উড়ানের প্রস্তুতি নিচ্ছে।

এদিকে, Blue Origin গত মাস পর্যন্ত এরকম পাঁচটি ট্রিপ সম্পন্ন করেছে। পাশাপাশি, SpaceX আগামী বছরগুলিতে এরকম আরও চারটি ভ্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে। জানা গিয়েছে, জাপানি শিল্পপতি ইউসাকু মায়েজাওয়া ২০২৩ সালের জন্য একটি SpaceX-এর ফ্লাইট বুক করেছেন এবং তাঁর সাথে আরও ৮ জনকে আমন্ত্রণ জানিয়েছেন।
এমতাবস্থায়, Virgin Galactic জানিয়েছে যে, ভবিষ্যতের জন্য ভ্রমণের প্রস্তুতি পুরোদমে চলছে। ইতিমধ্যেই ৮০০ জনেরও বেশি মানুষ অপেক্ষা করছেন। সর্বোপরি, SpaceX আগামী সময়ে মহাকাশের পাশাপাশি চাঁদ ও মঙ্গল গ্রহেও ফ্লাইট পাঠানোর পরিকল্পনা করছে । উল্লেখ্য যে, এই মুহূর্তে মহাকাশ ভ্রমণের খরচ হচ্ছে ৩.৫ কোটি টাকা। যদিও, সংস্থাগুলি মনে করছে, এই ব্যয় কমিয়ে দেড় কোটি টাকায় নিয়ে আসা সম্ভব।

প্রতিদিন একটি করে ফ্লাইট মহাকাশে ছাড়বে: Virgin Galactic-এর পরিকল্পনা হল ২০২৫ সালের মধ্যে প্রতি বছর ৪০০ টি ফ্লাইট মহাকাশে পাঠানোর জন্য প্রস্তুত করা। কোম্পানিটি গত ১৫ বছর ধরে এই মিশনে নিযুক্ত ছিল। ২০২১ সালে, এই সংস্থা মহাকাশে প্রথম বাণিজ্যিক মানববাহী ফ্লাইট পাঠাতে সফল হয়।

BFR at stage separation 2018 design

কোথায়, কিভাবে এবং কি প্রশিক্ষণ চলছে?: Virgin Galactic মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় মহাকাশের পর্যটকদের জন্য প্রশিক্ষণ পরিচালনা করছে। বুকিং করা কয়েকশ পর্যটক এখানকার ন্যাশনাল অ্যারোস্পেস ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টারে প্রশিক্ষণ নিচ্ছেন। এতে মানুষকে শেখানো হচ্ছে কিভাবে মহাকাশ ভ্রমণের সময় সুড়ঙ্গের মতো রকেট বা ক্যাপসুলে বসে মহাকর্ষের প্রভাবের মুখোমুখি হতে হয়। এর পাশাপাশি পর্যটকদের রক্ত ​​পরীক্ষা, শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণের ক্ষমতা এবং অন্যান্য শারীরিক পরীক্ষার ওপরও নজর দেওয়া হচ্ছে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর