মানুষ পেরিয়ে এবার করোনা থাবা বসাল বাঘের গায়ে, আক্রান্ত হল নিউ ইয়র্কের নাদিয়া বাঘ

বাংলাহান্ট ডেস্কঃ বিশ্বে করোনা (COVID-19) আতঙ্কের মধ্যেই আবার নতুন করে সমস্যার সৃষ্টি হল। বিশেষজ্ঞরা জানিয়েছিলেন এই মারণ ভাইরাস শুধু মানুষ থেকে মানুষের মধ্যেই ছড়িয়ে পড়বে। এতে পশু পাখিরা আক্রান্ত হবে না। কিন্তু তা সত্ত্বেও কিছুদিন আগে এক বেলজিয়ামের এক পোষ্য বিড়ালের দেহে এই ভাইরাস পাওয়া যায়। তবে এবার এই ভাইরাসের দেখা মিলল নিউ ইয়র্কের ব্রোনাক্স চিড়িয়াখানাযর এক বাঘের (Tiger) শরীরে। শারীরিক অসুস্থতার কারণে করোনা পরীক্ষা করলে, বাঘের রিপোর্ট পজেটিভ আসে।

tiger

নিউ ইয়র্কের এই চিড়িয়াখনাটি গত ১৬ ই মার্চ থেকে জনসাধারণের জন্য বন্ধ রাখা আছে। ব্রোনক্স চিড়িয়াখানার চিফ পশু চিকিৎসক পল কল বলেছেন, “এই প্রথম কোন বন্য প্রাণী করোনা ভাইরাসে আক্রান্ত হল। তবে এই বাঘটি একজন করোনা আক্রান্ত ব্যক্তির থেকে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। আক্রান্ত বাঘটির নাম নাদিয়া”।

গবেষকরা জানিয়েছিলেন যে এই করোনা ভাইরাস থেকে কোন বন্য জীবজন্তুর আক্রান্ত হবার সম্ভাবনা নেই। কিন্তু তা সত্ত্বেও এই বিপত্তি ঘটে গেল। এই ঘটনায় চিন্তিত রয়েছেন বিজ্ঞান মহল। চিকিৎসক পল আরও জানান, ”মার্চের শেষের দিকে শুকনো কাশি হয়েছিল নাদিয়া নামক বাঘটির। ভেটেরিনারি টিম বেশ কয়েকটি ডায়াগনস্টিক টেস্ট এবং রক্তের নমুনা নিয়ে পরীক্ষা করেছিল। তারপর ২ রা এপ্রিল বছর চারেকের এই বাঘটিকে করোনা পরীক্ষা করা হয়। এবং বরিবার বিকালে সেই রিপোর্ট পজেটিভ আসে”।

t2222222

ওই চিড়িয়াখানায় নাদিয়া ছাড়াও নাদিয়ার বোন, দুটি সাইবেরিয়ান বাঘ এবং তিনটি আফ্রিকান সিংহেরও কাশি হয়েছে এবং ক্ষুধা হ্রাস পেয়েছে। যদিও তাদের এখনও করোনা পরীক্ষা করা হয়নি। এর পাশাপাশি চিড়িয়াখানার সাতটি বিড়ালকে পশু চিকিৎসকের অধীনে রাখা হয়েছে। চিড়িয়াখানার বাঘের দেহে এই রোগ বাসা বাধায় ক্রমশ চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর