LIC-তে বদলে যাচ্ছে নিয়ম, বিনিয়োগ করা থাকলে বিপদে পড়ার আগে জেনে নিন সমস্ত কিছু

বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশের সবথেকে বড় এবং নির্ভরযোগ্য বিমা সংস্থা হল লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (Life Insurance Corporation of India) বা LIC। দীর্ঘ ৬৬ বছর যাবৎ বিনিয়োগকারীদের কাছে পছন্দের সংস্থা হিসেবে বিবেচিত হয়ে আসছে সংস্থাটি। এমতাবস্থায়, আপনিও যদি LIC-র একজন বিনিয়োগকারী হন সেক্ষেত্রে এই প্রতিবেদনটি আপনার জন্য নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। জানা গিয়েছে, এবার LIC একাধিক বড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে।

পাশাপাশি, সংস্থাটি বর্তমানে নিজেদের আরও আধুনিক করার লক্ষ্যে নতুন পরিকল্পনাও শুরু করেছে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তাদের কাছ থেকে এই সংক্রান্ত তথ্য জানা গিয়েছে। এমতাবস্থায়, এবার LIC-তে একজন CEO নিযুক্ত করার বিষয়টি সামনে এসেছে। শুধু তাই নয়, এই আধুনিকীকরণের ফলে বিনিয়োগকারীদের পাশাপাশি সংস্থার গ্রাহকেরাও লাভবান হতে চলেছেন।

৬৬ বছরের ইতিহাসে প্রথমবার এই সংস্থায় নিযুক্ত হতে চলেছেন একজন CEO: এই প্রসঙ্গে সরকারি আধিকারিকদের কাছ থেকে পাওয়া তথ্য অনুসারে জানা গিয়েছে যে, বিগত ৬৬ বছরের ইতিহাসে প্রথমবার এই সংস্থায় কোনো CEO-কে নিয়োগ করা হবে। এমতাবস্থায়, এই CEO নিয়োগের ক্ষেত্রে যোগ্যতার মানদণ্ডকে আরও বিস্তৃত করার পরিকল্পনা করা হয়েছে বলেও খবর মিলেছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, কোনো বেসরকারি সংস্থার পেশাদারকে LIC-র প্রথম CEO হিসেবে নিয়োগ করা হতে পারে।

প্রসঙ্গত উল্লেখ্য যে, ১৯৫৬ সালে এই সংস্থা প্রতিষ্ঠিত হয়েছিল। এমতাবস্থায়, বর্তমানে এটি দেশের বৃহত্তম বিমা সংস্থা হিসেবে বিবেচিত হয়। শুধু তাই নয়, LIC সম্পূর্ণভাবে সরকারের মালিকানাধীন একটি সংস্থা। যার জেরে এখন LIC-র পুরো দায়িত্ব রয়েছে অর্থ মন্ত্রকের কাছে। পাশাপাশি, সংস্থার একজন চেয়ারম্যানও রয়েছেন। আপাতত, তিনিই সমস্ত কাজ দেখাশোনা করেন।

81c1654fc30f61abff3be7258cfbf21f

তবে, ২০২৩ সালের মার্চ মাস থেকে এই পদটি বিলুপ্ত হয়ে যাবে বলে জানা গিয়েছে। এমতাবস্থায়, বেসরকারি কোনো সংস্থা থেকে LIC-র জন্য একজন CEO-কে নিয়োগ করবে সরকার। শুধু তাই নয়, এর ফলে সংস্থার কোম্পানির বিনিয়োগকারীরা প্রচুর সুবিধা পাবেন বলেও মনে করা হচ্ছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, বর্তমানে LIC ৪১ লক্ষ কোটি টাকা অর্থাৎ ৫০০.৬৯ বিলিয়ন ডলারের তহবিল দেখাশোনা করে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর