দেশের সুরক্ষা ব্যবস্থাতেও এবার করোনার প্রবেশ, আক্রান্ত এক সীমান্তে নিযুক্ত জওয়ান

বাংলাহান্ট ডেস্কঃ করোনাভাইরাস (Coronavairas) খুব দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে চারিদিকে। অল্প কিছুদিনের মধ্যেই এই ভাইরাস ভারতে (India) ছড়িয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৪২ এবং ইতিমধ্যেই মারা গেছেন ৩ জন। কলকাতায়ও থাবা বসিয়েছে করোনা। ইংল্যান্ড ফেরত এক তরুণের দেহে মিলেছে এই ভাইরাস। চিকিৎসারত অবস্থায় রয়েছে ওই পরিবারের সকলে। এবার করোনা থাবা বসিয়েছে ভারতের সুরক্ষা ব্যবস্থায়। করোনায় আক্রান্ত হলেন এক জওয়ান (Soldier)। লাদাখের লেহ অঞ্চলের এক জওয়ানের দেহ মিলল করোনা ভাইরাসের অস্তিত্ব।

page 8

সম্প্রতি ইরান থেকে তীর্থ করে ফিরেছেন ওই জওয়ানের বাবা। এবং তখন ২৫ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত ওই জওয়ান ছুটিতে বাড়িতেই ছিলেন। ছুটি শেষে কাজে যোগ দেওয়ার সময় তাকে পরীক্ষা করে জানা যায়, সে করোনায় (COVID-19) আক্রান্ত হয়েছেন। তাঁর চিকিৎসার কাজ শুরু হয়ে গেছে এবং জওয়ানের মা,বাবা, স্ত্রী, সন্তানকে রাখা হয়েছে কোয়ারেন্টাইনে।

দাবানলের গতিতে ছড়িয়ে পড়া এই ভাইরাস মোকাবিলা করার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেই চলেছে। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের তরফে মঙ্গলবার জানানো হয়েছিল যে বর্তমানে ভারতে এই রোগ দ্বিতীয় পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে। এরপরই তৃতীয় পর্যায়ে গেলে তা আর আটকানো সম্ভব হবে না। চীনের ভয়াবহ পরিস্থিতির আসঙ্কায় রয়েছেন বিশেষজ্ঞরা।

corona virus 4

 

করোনা পরিস্থিতি সামাল দিতে দেশে মোট ৭২ ল্যাবরেটরি ইতমধ্যেই চালু করা হয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের ডিরেক্টর ডা বলরাম ভার্গব জানিয়েছেন, ‘চলতি সপ্তাহের শেষ দিকে জনস্বার্থে আরও ৪৯ টি ল্যাবরেটরি চালু করা হবে। এই জন্য দেশের সব ল্যাবের জন্য গাইডলাইন প্রকাশ করা হয়েছে’। এই মারণরোগে এখনও অবধি গোটা বিশ্বে ১,৮৭,৬৮৯ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে। এবং তাঁর মধ্যে মৃত্যু হয়েছে ৭৮৬৬ জনের। এই রোগের হাত থেকে দেশবাসীকে রক্ষা করার জন্য সমস্ত বৈদেশিক পরিষেবা সরকারী পক্ষ থেকে বন্ধ রাখা হয়েছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর