ভারত থেকে ইরানে যাওয়া ২৫০ শিয়া তীর্থযাত্রীর দেহে মিলল করোনা ভাইরাস

বাংলাহান্ট ডেস্কঃ করোনাভাইরাস (Coronavairas) খুব দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে চারিদিকে। অল্প কিছুদিনের মধ্যেই এই ভাইরাস ভারতে ছড়িয়ে আক্রান্তের সংখ্যা সম্ভাব্য ১৪০ এবং ইতিমধ্যেই মারা গেছেন ৩ জন। কলকাতায়ও থাবা বসিয়েছে করোনা। ইংল্যান্ড ফেরত এক তরুণের দেহে মিলেছে এই ভাইরাস। চিকিৎসারত অবস্থায় রয়েছে ওই পরিবারের সকলে। ভারত (India) সরকার আক্রান্ত দেশগুলো থেকে এই দেশের নাগরিকদের ফিরিয়ে আনার ব্যবস্থাও করেছে। ফিরিয়েও আনা হয়েছে অনেক নাগরিককে। কিন্তু এই পরিস্থিতিতে ইরানে (Iran) আটকা পড়ে গেছেন প্রায় ২৫০ জন ভারতীয়।

corona death

গত ফেব্রুয়ারীতে লাদাখের কার্গিল থেকে ৮০০ জনের একটি দল ইরানে গিয়েছিলেন। করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর পুনে থেকে চিকিৎসকদের একটি টিম পাঠানো হয়েছিল ইরানে। সেই টিমের তরফ থেকে জানানো হয় ৮০০ জনের মধ্যে ২৫৪ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। তবে এই আক্রান্তদের সঠিক চিকিৎসা হচ্ছে না বলে দাবী করেন কার্গিলের আইনজীবী হাজি মুস্তাফা। আক্রান্ত ব্যক্তিদের আলাদা করে রাখার কোন ব্যবস্থা হয়নি বলেই জানায় সে।

মহামারির আকার ধারণ করা এই রোগ দাবানলের মতো ছড়িয়ে পড়ছে সর্বত্র। সমগ্র বিশ্বে এখনও অবধি মারা গিয়েছেন প্রায় ৭ হাজার মানুষ। চীনের পর ইরানে এই রোগ সর্বাধিক বিস্তার লাভ করেছে। ইরানে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৭ হাজারের বেশি মানুষ এবং মারা গিয়েছেন প্রায় ৭০০ জন। ভারতে এই রোগ এখন দ্বিতীয় পর্যায়ে রয়েছে। যেভাবে এই রোগ দ্রুত বিস্তার লাভ করছে, তাতে তৃতীয় পর্যায়ে গেলে তা আর সামলানোর পর্যায়ে থাকবে না বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

download 2 27

সম্প্রতি ইরান থেকে ২০০ জন ভারতীয়কে ফিরিয়ে আনা হয়েছে, যাদের দেশির ভাগ জম্মু-কাশ্মীরের বাসিন্দা। আবার ২৩ জন বাংলাদেশি পড়ুয়াকেও চীনের উহান থেকে ফিরিয়ে আনে ভারতীয় বিমান। এই মারণরোগ যাতে বহুল পরিমাণে ছড়িয়ে না পড়তে পারে, তাঁর জন্য সরকার বিশেষ ব্যবস্থাও গ্রহণ করছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর