কালই গাড়ি থেকে নামান কাঞ্চনকে! এবার মহা বিপাকে তৃণমূলের কল্যাণ!

বাংলা হান্ট ডেস্কঃ বৃহস্পতিবার প্রচার গাড়ি থেকে কাঞ্চন মল্লিককে নামিয়ে দিয়েছিলেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee TMC)। ‘মহিলারা রিয়্যাক্ট করছে’ বলে উত্তরপাড়ার বিধায়ককে নিয়ে প্রচারে বেরোতে চাননি তিনি। যা নিয়ে বহুল চর্চা হয়েছে। শুক্রবার সেই কল্যাণেরই মনোনয়ন জমা দেওয়ার কথা। তবে তার আগেই ইস্তফা দিলেন শ্রীরামপুর (Serampore) পুরসভার পুর প্রধান।

জানা যাচ্ছে, ইতিমধ্যেই নিজের ইস্তফাপত্র জমা দিয়েছেন শ্রীরামপুর পুরসভার পুর প্রধান (Serampore Municipality Chairman) গিরিধারী সাহা। উপ-পুরপ্রধান উত্তম নাগের কাছে ইস্তফাপত্র জমা দিয়েছেন বলে খবর। বৃহস্পতিবার সেটি গৃহীতও হয়েছে। ভোটের আবহে পুর প্রধানের এহেন আচমকা ইস্তফা নিয়ে শুরু হয়েছে চর্চা। ঠিক কী কারণে তিনি ইস্তফা দিয়েছেন সেটাও জানা গিয়েছে।

পুরসভা সূত্রে জানা যাচ্ছে, সদ্য প্রাক্তন পুর প্রধান গিরিধারীকে নিজের নির্বাচনী এজেন্ট করেছেন তৃণমূল (TMC) প্রার্থী কল্যাণ (Kalyan Banerjee)। এদিকে নির্বাচনী এজেন্ট হলে প্রশাসনিক পদে থাকা যায় না। সেই কারণে কমিশনের নিয়ম অনুসারে সরে দাঁড়ালেন তিনি। এবার উপ পুরপ্রধান উত্তম নাগই পুর প্রধানের দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুনঃ পিতৃসম মিঠুনকে ‘গদ্দার’ তকমা মমতার! ‘ওই ফুটেজটা দেখাও…’! হঠাৎ যা বললেন দেব, শোরগোল

এবারই প্রথম পুরসভার পুর প্রধান পদে আসীন হয়েছিলেন গিরিধারী। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচনী প্রার্থীর এজেন্ট হলে তো প্রশাসনিক পদে থাকা যায় না। নির্বাচন কমিশনের নিয়ম মেনে তাই আমি ইস্তফা দিয়েছি। দলীয় নেতৃত্বও এই সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন’।

যদিও এই প্রথম নয়, এর আগেও এক পুর প্রধানকে নিজের নির্বাচনী এজেন্ট করেছিলেন কল্যাণ। উনিশের লোকসভা নির্বাচনের সময় উত্তরপাড়ার কোতরং পুরসভার পুর প্রধান দিলীপ যাদব নিজের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন। সেবার শ্রীরামপুর কেন্দ্র থেকে জয়ী হয়ে সংসদে গিয়েছিলেন তৃণমূলের এই বর্ষীয়ান রাজনীতিক।

Kalyan Banerjee TMC candidate Serampore

এদিকে তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, শুক্রবার হুগলি মোড়ে এডিএম এমআর-এর কাছে মনোনয়ন জমা করতে আসবেন শ্রীরামপুরের জোড়াফুল প্রার্থী। আজ প্রথমে বালিখালে জমায়েত করবেন তৃণমূল কর্মী সমর্থকরা। এরপর জিটি রোড ধরে কোন্নগর, রিষড়া, শ্রীরামপুর হয়ে চুঁচুড়ায় আসবে সেই শোভাযাত্রা।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর